শেষ চারের লড়াইয়ে দলকে নিয়ে আত্মবিশ্বাসের সুর বুমরাহর গলায়

 

বাংলাহান্ট ডেস্ক: দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ ICC World Cup 2019 এ। সেই ফর্ম সেমি-ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এখন পর্যন্ত বিশ্বকাপে ১৭টি উইকেট নিয়েছেন বুমরাহ। ডেথ ওভারে ভয়ঙ্কর রূপ নেন তিনি।

কার্যত বুমরাহর ডেলিভারি কে ডিফেন্ড করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যাটসম্যানের কাছে। ম্যাঞ্চেস্টারে সেমি-ফাইনালে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী কোহলির দলের বোলিং ডিপার্টমেন্ট এর ব্রহ্মাস্ত্র বুমরাহ। সেমি ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রত্যেকেই দারুন আত্মবিশ্বাসী।

IMG 20190709 WA0003 2

সেমি ফাইনালে ওল্ড ট্র্যাফোর্ডে উইলিয়ামসন-টেলরদের বিরুদ্ধে বোলিংয়ে দাপট দেখাতে চান ভারতের বোলিং বিভাগের প্রধান অস্ত্র বুমরাহ। এমনকি নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিও বুমরাহ কে নিয়ে সাবধানবার্তা জানিয়েছেন নিজের দলকে।

“আমি নিজের কথা বলতে চাই না। শামি, হার্দিক পাণ্ডিয়ারা গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে উইকেট পাচ্ছে তা দলের পক্ষে ইতিবাচক দিক।” বললেন জশপ্রীত বুমরাহ।

সম্পর্কিত খবর