বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়েছেন বুমরা। কেউ ইনিংসে ২৪৫ রানে অলআউট হওয়ার পর ভারত ৩৭৭ রানের বড় লিড চাপিয়ে দিয়েছিল ইংল্যান্ডের কাঁধে। লড়াই একেবারে সোজা ছিল না কিন্তু ইংল্যান্ড আগে থেকেই জানিয়ে রেখেছিল যে লক্ষ্য যাইহোক না কেন তারা তাড়া করবেন। সেই মতই শুরুটা করেছিল ইংল্যান্ড ওপেনাররা।
ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলিকেমন আছো ভঙ্গিতে ভারতীয় বোলারদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। বুমরা ও শামিকে কিছুটা দেখে খেলার পর জাদেজা এবং সিরাজ বল হাতে আসতেই আক্রমণ শুরু করেন তারা। শার্দুল ঠাকুর কে আনা হলে তাকেও ছেড়ে দেননি দুজন। ফলস্বরূপ দুজনের মধ্যে খুব দ্রুতই শতরানের পার্টনারশিপ হয়।
এরপর ৪৬ রানে ব্যাট করতে থাকা জ্যাক ক্রলি বুমরার একটি বল জাজমেন্ট দিয়ে ছেড়ে দেন এবং বলটি তাকে অবাক করে প্রায় আধ হাত ভেতরে ঢুকে এসে তার স্টাম্প উড়িয়ে দেয়। এরপর উইকেটরক্ষক ব্যাটার অলি পোপকে আউটসুইংয়ে কিপারের হাতে ক্যাচ তুলিয়ে পরাস্ত করেন বুমরা। ফলে তিনি একটি অনন্য রেকর্ড করে ফেলেন। প্রথম ভারতীয় হিসাবে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলো মিলিয়ে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। তার আগে আর কোনও ভারতীয়র এই কীর্তি নেই। এশিয়ার বোলারদের মধ্যে ওয়াসিম আক্রম, মুথাইয়া মুরলীধরন, ওয়াকার ইউনিস আগে এই রেকর্ড করেছেন।
সেনা দেশগুলিতে বুমরার উইকেট রেকর্ড:
৩৭ উইকেট ইংল্যান্ডে
৩২ উইকেট অস্ট্রেলিয়ায়
২৬ উইকেট দক্ষিণ আফ্রিকায়
৬ উইকেট নিউজিল্যান্ডে