বাংলা হান্ট নিউজ ডেস্ক: অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর একজন প্রকৃত অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন বুমরা। ভারত যে আজ চারশোর ওপর রান তুলতে পেরেছে তার প্রধান কারণ তিনি। শতরানকারী জাদেজা আউট হওয়ার পর ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন বুমরা। মহম্মদ সিরাজকে আউট করে ভারতের ইনিংস শেষ করেন অ্যান্ডারসন। তারমধ্যে ব্রডের এক ওভারের ডেলিভারিগুলি যথাক্রমে ৪, ৪ (ওয়াইড), ৬ (নো বল), ৪,৪,৪,৬,১ রান নেন তিনি। ৪১৬ রান তোলার পর শেষ হয় ভারতের ইনিংস।
২০০৩ সালে টেস্ট ইতিহাসে এক ওভারে এক ব্যাটারের সর্বোচ্চ রানের রানের রেকর্ড গড়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা। তিনি ২৮ রান করেছিলেন ব্রায়ান লারা, আর সেই লজ্জাজনক রেকর্ডটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের ওভারে। এরপর অবশ্য ২০১৩ সালে জিমি অ্যান্ডারসন অস্ট্রেলিয়ার জর্জ বেইলির বিরুদ্ধে এবং ২০২০ সালে জো রুট দক্ষিণ আফ্রিকার কেভিন পিটারসেনের বিরুদ্ধে ওভারে ২৮ রান দিয়েছিলেন। তবে রবিন পিটারসনের চেয়ে বেশি রান না দেওয়ার তার ঐ লজ্জাজনক রেকর্ডটি অক্ষুন্নই রয়ে গিয়েছিল।
তবে আজ ভারতীয় অধিনায়ক বুমরা ব্যাট হাতে স্টুয়ার্ড ব্রডের এক ওভারেই নিলেন ৩৫ রান! ৬টি অতিরিক্ত রান হয়েছে নো, ওয়াইড এবং বাই মিলিয়ে। যার মাধ্যমে পিটারসনের এক ওভারে ২৮ রান দেওয়ার রেকর্ডটি ভেঙ্গে যায়। টেস্টের এক ওভারে সবচেয়ে খরুচে বোলারে পরিণত হয়েছেন ব্রড! রবিন পিটারসনের রেকর্ডটি ব্রড ভাঙ্গার পর ইংল্যান্ডের পেসারকে খোঁচা মেরে টুইটারে টুইট করেছে পিটারসন। পিটারসন টুইটে লেখেন, “আমার রেকর্ডটি হারানোতে আমি মর্মাহত, কিন্তু তাও ভালো, কারণ রেকর্ড গড়াই হয় রেকর্ড ভাঙ্গার জন্য, পরবর্তীর জন্য অপেক্ষা।”
ভারতের ইনিংস শেষ হয়েছিল বুমরা ঝড় দিয়ে। ব্রডের এক ওভারে ৩৫ রান ওঠে যার মধ্যে ভারতীয় অধিনায়ক করেছিলেন ২৯ রান। ব্যাটারি হিসেবে এক ওভারে করা সর্বোচ্চ রানের লারার রেকর্ড কে ভেঙে দিয়েছিলেন বুমরা। পর বল হাতেও কামাল দেখাচ্ছেন তিনি। ভারতের ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইতিমধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড মাত্র ৩১ রানেই। ওপেনার অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলি-কে ফিরিয়ে দিয়েছেন সেই বুমরা।