সুস্থ হতেই স্বমহিমায় বুমরা! মাঠে ফিরে অবিশ্বাস্য কাণ্ড করে দেখালেন তারকা ফাস্ট বোলার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জয় শাহ (Jay Shah) কিছুদিন আগে জানিয়েছিলেন যে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার মাঠে ফেরার আর বেশি দেরি নেই। গত এক বছর ধরে চোটের কারণে তিনি মাঠের বাইরে। খেলতে পারেননি গত বছরে আয়োজিত এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারকা ফাস্ট বোলারের সার্ভিস ভারতীয় দল আসন্ন ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) পাবে কিনা সেই নিয়েও বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।

শোনা যাচ্ছিল যে আয়ারল্যান্ড সফরে মাঠে ফিরতে পারেন তারকা ভারতীয় ফাস্ট বোলার। সফরের সম্পূর্ণ সূচি বলছে যে আগস্ট মাসের মাঝামাঝি এই সিরিজ আরম্ভ হবে এবং শেষ হবে। কিন্তু সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে, তার ভারতীয় দলের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ওডিআই ফরম্যাট।

তাও বুমরা যদি ওই সফরে মাঠে ফিরতে পারেন তাহলে সেটাই একটা বড় পাওয়া হবে ভারতীয় দলের কাছে। ওই সিরিজে যদি তাকে ছন্দ দেখা যায় তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে খেলিয়ে তারপরে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা যাবে কিনা সেই বিষয়ে ভাবা যেতে পারে। যদিও এখানে একটা সমস্যা রয়েছে। বিশ্বকাপের এক মাস আগেই অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকে প্রত্যেকটি দেশকে নিজেদের বিশ্বকাপের স্কোয়াড নিশ্চিত করে দিতে হবে।

bumrah rested

তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করে সুস্থ হওয়া বুমরা সম্প্রতি ব্যাঙ্গালুরুর আল্লুরে মুম্বাই দলের বিরুদ্ধে একটি ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেছিলেন। এখানে তিনি নিজের কোটার সম্পূর্ণ ওভারে বোলিং করেছেন। অনভিক্ষ ক্রিকেটারদের বিরুদ্ধে হলেও তার পারফরম্যান্স বেশ নজর কারা ছিল এটা বলাই যায়।

এই প্রীতি ম্যাচে বুমরা ১০ ওভার বোলিং করে মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছেন ১ টি উইকেট পান। তার বোলিং কোটার দুটি ওভারে কোনও রান হয়নি। বুমরার মতোই চোট সারিয়ে ফেরা আরেক খ্যাতনামা বোলার প্রসিদ্ধ কৃষ্ণও সেই ম্যাচে খেলেছেন। ১০ ওভার বল করে দুটি মেডেন-সহ ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন। এনসিএ-র চিকিৎসকরাও জানিয়েছেন এই দুই পেসারের সুস্থ হওয়ার প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর