বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের ফলে এই মুহূর্তে নিউজিল্যান্ড ম্যাচ মরণ-বাঁচন যুদ্ধে পরিণত হয়েছে ভারতের জন্য। পরাজয়ের পর দুঃসহ একটি সপ্তাহ কাটিয়ে রবিবার ফের একবার দুবাইতেই মাঠে নামতে চলেছে ভারত। উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইতিহাস মোটেই খুব সুখকর নয়। ২০১৯ সালেও ব্ল্যাক ক্যাপসদের কারণেই বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বিরাট বাহিনীর। এমনকি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের ট্রফি হাতছাড়া হয়েছিল এই নিউজিল্যান্ডের জন্যই।
অনেকেই মনে করেন, উইলিয়ামসন হলেন বিরাট কোহলির সর্বশেষ নেমেসিস। তবে আজ দুবাইতে ভারতের জন্য বিরাটের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছেন জসপ্রীত বুমরাহ। গতবার এবং এবারের আইপিএল মিলিয়ে দেখতে হলে সংযুক্ত আরব আমিরশাহীতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বুমরাহের। শুধু তাই নয়, এই বছরের আইপিএলের ১৪ ম্যাচেও ২১ টি উইকেট শিকার করেছেন তিনি। তাই তার সাম্প্রতিক ফর্মও যথেষ্ট ভালো।
আজকের ম্যাচে ভারতের বোলিং প্যাককে নেতৃত্ব দেওয়ার জন্য তাই তার উপর অনেকটাই নির্ভর করবেন বিরাট। একদিকে যেমন বুমরাহের কাছে রয়েছে ১৪০ কিলোমিটারের বেশি গতি, তেমনি অন্যদিকে তার স্লোয়ার বলও ভীষণ ভয়ঙ্কর। বিশ্বক্রিকেটের তার মতো ইয়ার্কার যে খুব কম খেলোয়াড়ই করতে পারেন তা তো বলাই বাহুল্য। আরব আমিরশাহির পিচে বিশেষত শুরুর দিকে যথেষ্ট সাহায্য পাচ্ছেন জোরে বোলাররা। গতদিনেও বল হাতে ভারতের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন শাহীন শাহ আফ্রীদি। তাই রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই বুমরাহর কাছ থেকে উইকেট চাইবেন বিরাট।
জানিয়ে রাখি, পাকিস্তানের বিরুদ্ধে দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও প্রথম একাদশে খুব বড় পরিবর্তন হওয়ার আশা নেই। বিশেষজ্ঞদের মতে একমাত্র বরুণ চক্রবর্তী জায়গায় সুযোগ পেতে পারেন অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন। যদি তিনি সুযোগ পান তাহলে নিজের বুদ্ধিমত্তা কিভাবে আজ দুবাইতে ব্যবহার করেন তিনি সেদিকেও নজর থাকবে সকলের।