ফের চোটের আশঙ্কায় ভারতীয় দল থেকে বাদ পড়লেন বুমরা! IPL-এর আগে মাঠে ফিরবেন কি?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে চোটের কবলে ভুগছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জন্য তিনি মাঠে নামতে পারেননি গত বছরের এশিয়া কাপ (Asia Cup 2022) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2022)। দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভাব তীব্রভাবে অনুভব করেছে ভারতীয় দল (Team India)। অনেককেই তার জায়গায় খেলিয়ে দেখা হয়েছে কিন্তু কেউই তার অভাব পূরণ করতে পারেননি।

তবে চলতি বছরে সুস্থ হয়ে উঠছিলেন বুমরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল ভারতীয় নির্বাচকরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের দল ঘোষণা করে পরে ফের তাকে সেই দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না তারকা ভারতীয় পেসারের।

bumrah t 20

শোনা যাচ্ছে যে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তড়িঘড়ি তাকে মাঠে ফেরালে ফিরে একবার বেশকিছু দিনের জন্য ছিটকে যেতে পারেন ভারতীয় দল থেকে। অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এমনটা করে ভারতীয় দলকে ভুগতে হয়েছিল। ভারতীয় দলকে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে গুয়াহাটিতে একত্রিত হতে বলা হয়েছিল যে শিবিরে বুমরার দেখা পাওয়া যায়নি।

এরপর নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি ফিরবেন কিনা সেই নিয়েও কোনও ভবিষ্যৎবাণী করা হয়নি আপাতত। এমনও হতে পারে যে একেবারে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই মাঠে ফিরবেন তারকা ভারতীয় পেসার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর