বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যে দিনটার অপেক্ষায় করছিলেন সেই দিনটা এলো। নিজের দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরলেন ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। উইকেট নেওয়ার পাশাপাশি করলেন কৃপণ বোলিং। তাকে আজ রীতিমতো ছন্দে দেখিয়েছে। আর ভারতীয় ক্রিকেটই দেখতে চাইছিলেন।
যদিও প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ বা এশিয়া কাপে অংশগ্রহণ করতে চলা দলগুলির কোনও তুলনা চলে না। তাও আজ বুমরা যে বোলিংটা করেছেন তা দেখে কিছুটা সুস্থ হচ্ছেন সমর্থকরা। অনেকেই আশঙ্কা করছেন যে তাহলে হয়তো এশিয়া কাপের দলে বুমরাকে দেখা যেতেও পারে। যদি শেষপর্যন্ত সত্যিই তাই হয় তাহলে ভারতীয় ক্রিকেট দলের কাছে সেটাই হবে অত্যন্ত আনন্দের খবর।
আজ বুমরা নিজের কোটার সম্পূর্ণ ৪ ওভারই বোলিং করেছেন। নতুন বল হাতে দুই ওভারে এবং পরে ডেথ ওভারে এসে আরও দুই ওভার বোলিং করেছেন তিনি। এর মধ্যে শুধুমাত্র নিজের তৃতীয় ওভার বাদ দিলে বাকি সব ওভারেই কৃপণ বোলিং করেছেন তিনি। প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডের ব্যাটিং হয়ে যাওয়ার পর তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ৪-০-২৪-২।
Jasprit Bumrah is back….!!!!
India cricket is back, Indian cricket fans are happy.
A champion in this generation. pic.twitter.com/0oOlGlSevl
— Johns. (@CricCrazyJohns) August 18, 2023
বল করতে সে প্রথম ওভারের প্রথম বলে তার ডেলিভারিটিকে ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলেন আইরিশ ওপেনার অ্যান্ড্রু ব্যালবির্নি। কিন্তু তার পরের বলেই বুমরার ইনসোরিন সামলাতে ব্যর্থ হন এবং ইনসাইড এজ তার উইকেট ফেলে দেয়। সেই ওভারে অতিরিক্ত ঝুঁকি নিয়ে তারকা ভারতীয় ফাস্ট বোলারকে বাউন্ডারিতে পাঠাতে গিয়ে আউট হন লোরকান টাকার। এরপর বুমরা নিজের শেষ ওভারে মাত্র এক রান দিয়েছিলেন।
তবে কুর্তীশ ক্যাম্পহার (৩৯) এবং ব্যারি ম্যাকার্থি আয়ারল্যান্ডের ইনিংসকে সামলে নেন শেষের দিকে। ৩৩ বলে ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ম্যাকার্থি। ডেথ ওভারে বোলিং করতে এসেছে একবার অতিরিক্ত রান বিলিয়েছেন অর্শদীপ। পেয়েছেন মাত্র ১ উইকেট। ২ উইকেট পেলেও কিছুটা রান বিলিয়েছেন আজ টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটানো প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচের সবচেয়ে কৃপণ বোলিং করেছেন তরুণ লেগস্পিনার রবি বিশ্নই (৪-০-২৩-২)। তার বিরুদ্ধে মাঝের ওভারগুলিতে রান তুলতে ব্যর্থ হয়েছে আইরিশ ব্যাটাররা। ২০ ওভার শেষে তারা ১৪০ রানের টার্গেট রাখতে পেরেছে ভারতের সামনে।