৫ বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে, জুতো কেনার সামর্থ্যও ছিল না, আজ ২৯ বছর পূর্ণ করলেন যশপ্রীত বুমরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের ফার্স্ট বোলিংয়ের অন্যতম বড় ভরসা তিনি। কিন্তু গত ৫ মাসে মাঠে নামতে পেরেছেন মাত্র দুই বার। দীর্ঘদিন ধরে চোটের সমস্যায় ভুগছেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। চোটের জন্য খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। তার অভাব ভালোই অনুভব করেছে ভারতীয় দল। দুটি টুর্নামেন্টেরই ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিল রোহিত শর্মার ভারত।

এহেন বুমরা আজ নিজের ২৯ তম জন্মদিন পালন করছেন। ২০১৩ সালে আইপিএল অভিষেক এবং অফিসেকেই রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম‍্যান্স করে সকলের নজরে এসেছিলেন তিনি। তার দু’বছর পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সুযোগ এবং তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতের তারকা পেসারকে। অথচ আজ সফলতার চূড়ায় থাকা আহমেদাবাদের এই পেসারের এক কালে একজোড়া স্পোর্টস শ‍্যু কেনারও সামর্থ্য ছিল না।

১৯৯৩ সালে জন্ম নেওয়া বুমরা মাত্র পাঁচ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন। তাকে এবং তার বোনকে বড় করার দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। ছোটবেলায় কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে এবং বমরার কাছে একটা সময় ১টির বেশি কাপড়ও ছিল না পরিধান করে বাইরে বেরোনোর মতো।

malinga bumrah pti

১৪ বছর বয়সে নিজের মায়ের কাছে ক্রিকেট খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন বুমরা। নির্মাণ হাইস্কুলে নিজের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছিলেন ভোমরা কিন্তু বেশিরভাগ সময় ক্রিকেটের মাঠেই তাকে দেখা যেত সময় কাটাতে। এরপর ধীরে ধীরে পারফরম্যান্স করতে করতে ২০১২-১৩ মরশুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টি-টোয়েন্টি খেলার সুযোগ পান গুজরাটের হয়ে। ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি।

তার এই পারফরম‍্যখন্স দেখে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয়। সেখানে পারফরম্যান্স করার তিন বছর পরে ২০১৬ সালের ২৭শে জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় জার্সি পরে অভিষেক হয় তার। তারপর থেকে এখনো অবধি ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭০টি উইকেট, ৭২টি ওডিআই ম্যাচে ১২১ উইকেট এবং ৩০টি টেস্ট ম্যাচে ১২৮টি উইকেট নিয়ে ভারতের এই প্রজন্মের সবচেয়ে সেরা বোলারে পরিণত হয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর