বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের টিম রানে এগিয়ে গিয়েছে। ইংল্যান্ডের এই সফলতার পিছনে হাত রয়েছে অলি পোপ, জনি বেয়ারস্টো আর মঈন আলীর অনবদ্য ব্যাটিং। এক সময় ইংল্যান্ড ৬২ রানেই ৫ উইকেট খুইয়ে দিয়েছিল। কিন্তু পোপ-বেয়ারস্টো আর পোপ-মঈন আলি সুন্দর অংশিদারিত্ব ইংরেজদের এগিয়ে নিয়ে যায়।
তবে ইংল্যান্ডের এই সফলতার পিছনে ভারতের একটি বড়সড় ভুলও রয়েছে। জসপ্রীত বুমরাহ ৬০ তম ওভারে সুন্দর একটি ইউর্কার করে। যেটি সরাসরি মঈন আলীর প্যাডে লাগে। কিন্তু সেই সময় বুমরাহ আর বাকিরা আম্পায়ারের কাছে আউটের জন্য আবেদন করেনি। পরে দেখা যায় যে, মঈন আলী LBW আউট ছিল।
প্রথমে মনে হচ্ছিল যে বল হালকা মঈন আলীর ব্যাটে লেগেছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। বল সরাসরি তাঁর প্যাডে গিয়ে লাগে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ভারতীয়রা আউট দেওয়ার আবেদনই করেনি আম্পায়ারের কাছে।
যদিও পরে রবীন্দ্র জাদেজা মঈনকে আউট করে দিয়েছিল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। মঈন আলী জাদেজার বলে আউট হওয়ার আগে পোপের সঙ্গে ১২১ বলে ৭১ রানের পার্টনারশিপ করেছিল। ভারতীয়দের আবেদন না করা যে কত বড় ভুল হয়েছে, সেটা ইংরেজদের স্কোরবোর্ড দেখলেই বোঝা যাচ্ছে। মঈন আউট হওয়ার আগে ৭১ বলে ৩৫ রান করে দেয়।