বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) টেক্কা দিলেন পাকিস্তানের এক বোলার। শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি ICC প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন। মূলত, পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ নভেম্বর মাসের ICC প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন। হারিস রউফের পাশাপাশি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো জনসন। তবে হারিস রউফ তাঁদের টেক্কা দিয়ে এই পুরস্কার জিতে নেন। ইতিমধ্যেই ICC এক বিবৃতির মাধ্যমে এই তথ্য উপস্থাপিত করেছে।
বুমরাহকে (Jasprit Bumrah) টেক্কা দিলেন হারিস রউফ:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া সফরে ODI সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন হারিস রউফ। ৩ টি ODI ম্যাচে মোট ১০ টি উইকেট নিয়েছেন তিনি। এই কারণে, পাকিস্তান দল ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ODI সিরিজ জিততে সফল হয়। সব মিলিয়ে নভেম্বর মাসে তিনি মোট ১৮ টি উইকেট নিয়েছেন।
এদিকে, বুমরাহ (Jasprit Bumrah) সম্পর্কে বলতে গেলে, তিনি গত মাসে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। যেখানে তিনি প্রথম ইনিংসে ৫ টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়েছিলেন। যার ওপর ভর করে পার্থ টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছিল ভারত। অন্যদিকে মার্কো জনসনও দক্ষিণ আফ্রিকার হয়ে নভেম্বর মাসে দুর্দান্ত খেলেছিলেন। যদিও, ICC-র পুরস্কার জিতেছেন হারিস রউফ।
আরও পড়ুন: টিভিতে ছেলের নাম দেখে চমকে যান বাবা-মা! চার বারের চেষ্টায় UPSC-তে চতুর্থ র্যাঙ্ক রামকুমারের
মহিলা খেলোয়াড়দের মধ্যে জিতেছেন ডেনি ওয়াট: জানিয়ে রাখি, ইংল্যান্ডের ড্যানি ওয়াট মহিলা খেলোয়াড়দের মধ্যে এই পুরস্কার জিতেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক এবং বাংলাদেশের ব্যাটার শারমিন আখতারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নভেম্বরে এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
আরও পড়ুন: কোহলি কিংবা স্মিথ নন! রুটের চোখে বিশ্বের সেরা ক্রিকেটার কে? নাম জানলে অবাক হবেন
যেখানে ডেনি ওয়াট দক্ষিণ আফ্রিকা সফরে T20 সিরিজে ১৪২ রান করেছিলেন। একই সিরিজে নাদিন ডি ক্লার্ক ৮০ রান করেন এবং উইকেটও নেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ১৩৯ রান করেন বাংলাদেশের শারমিন আখতার। তবে শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে দেন ডেনি ওয়াইট।