বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এই মুহূর্তে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নেমেছে। এই মুহূর্তে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল। যদিও নজর থাকবে যে বেশ কিছু তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া কয়েকজন নতুন টেস্ট ক্রিকেটার এই ম্যাচে কিভাবে পারফরম্যান্স করবেন। কারণ বিসিসিআই (BCCI) এখনো অবধি শুধুমাত্র প্রথম দুই টেস্ট ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে। যদি পরিস্থিতি আসে তাহলে, পরবর্তী দুটি টেস্ট ম্যাচে স্কোয়াডে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে।
কিন্তু যাই হয়ে যাক না কেন পরবর্তী দুটি টেস্টে অংশ হতে পারবেন না ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বিসিসিআই তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। এর মূল কারণ হলো গত বছর তার বিশ্বকাপ খেলতে না পারা। চলতি বছরে ঘরের মাটিতে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেখানে যাতে বুমরা নিশ্চিতভাবেই নামতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চায় বিসিসিআই।
তাই বিসিসিআই এই মুহূর্তে মনে করছে যে গোমরা সুস্থ হয়ে গেলেও তিনি এই মুহূর্তে ৫ দিনের ম্যাচের ধকল সামলানোর পক্ষে উপযুক্ত অবস্থায় নেই। এই সময় তাকে জোর করে টেস্ট ম্যাচ খেলতে নামালে ফল হতে পারে ভারতের পক্ষে নেতিবাচক। তাই খুব সম্ভবত মনে করা হচ্ছে যে আইপিএলের মঞ্চেই মাঠে প্রত্যাবর্তন হতে পারে বুমরার।
বুমরা ভারতীয় জার্সিতে শেষবার মাঠে নেমেছেন গত বছরের সেপ্টেম্বরে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিলেন তিনি। তার আগে জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর বিশ্রামে থাকার সময়ই নিজের পিঠে চোট পান।
তিনি প্রাথমিকভাবে এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করা হয়। ফলস্বরূপ ফের চোটগ্রস্থ হয়ে পড়েন ভারতীয় পেসার। এই ওডিআই বিশ্বকাপের আগে তেমনটা যাতে কোনোভাবেই না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে বিসিসিআই।