বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় বারের মতো লোকসভায় বিপুল ভোটে ক্ষমতায় আসার পর একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারে যখন তোলপাড় শুরু হয়েছে দেশের রাজনীতিতে ঠিক সেই মুহুর্তে মোদীর এমন সাহসী পদক্ষেপে রীতিমত ভোল পাল্টে ফেললেন যশবন্ত সিং।
এতদিন যার মুখ থেকে নরেন্দ্র মোদীর সমালোচনা ছাড়া বিশেষ কিছুই শোনা যেত না আজ সেই প্রধানমন্ত্রীর প্রশংসায়ই পঞ্চমুখ হলেন কট্টর সমালোচক যশোবন্ত সিং।
তিনি বলেন,’ কাশ্মীর থেকে ৩৭০ নম্বর ধারা প্রত্যাহার একেবারেই রাজনৈতিক চাল। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিজেপির অনুকূলে আনার জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে এখন লোকসভা ভোট হলে ৪০০ বেশি আসন পাবে মোদী। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
একে একে সকলের মনে যে জয় করে নিচ্ছেন তা আর বলতে বাকি রাখে না। যদিও যশোবন্ত সিং এর কথায় অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।