বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও জাভেদ আখতার (javed akhtar) পুরনো প্রতিপক্ষ। শুধু সোশ্যাল মিডিয়াতেই বিষয়টা থেমে থাকেনি, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কঙ্গনার নামে মানহানির মামলাও দায়ের করেছেন বর্ষীয়ান গীতিকার। এবার কঙ্গনার স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্যেরও জবাব দিলেন তিনি। তবে সরাসরি নয়, পরোক্ষ ভাবে কটাক্ষ শানিয়েছেন জাভেদ।
টুইটে কারোর নাম উল্লেখ না করে জাভেদ আখতার লিখেছেন, ‘এটা সম্পূর্ণ ভাবেই বোঝা যাচ্ছে। যাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদের কী যায় আসে যদি কেউ আমাদের স্বাধীনতাকে ‘ভিক্ষা’র তকমা দেয়।’
কঙ্গনা মন্তব্য করেছিলেন, ১৯৪৭ এ পাওয়া স্বাধীনতা আসলে ব্রিটিশদের দেওয়া ভিক্ষা। ২০১৪ তে ভারত সত্যি সত্যি স্বাধীন হয়েছিল। এই মন্তব্যের জেরে তাঁর পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে গ্রেফতার করার ডাক উঠতেই বিষয়টা নিয়ে মুখ খোলেন কঙ্গনা। পদ্মশ্রী ফিরিয়ে দিতে রাজি আছেন তিনি। তবে তার বদলে একটি শর্ত মানতে হবে তাঁর। কঙ্গনার বক্তব্য, তাঁর যে সাক্ষাৎকার নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে সেই সেই সাক্ষাৎকারেই স্পষ্ট বলা আছে।
It is totally understand . Why would all those who had nothing to do with freedom movement feel bad if some calls our freedom just a “ bheek”
— Javed Akhtar (@Javedakhtarjadu) November 18, 2021
১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার প্রথমবার বিদ্রোহ হয়েছিল। সেটা তিনি জানেন। কিন্তু ১৯৪৭ সালে কোন বিদ্রোহ হয়েছিল? সেটা তিনি জানেন না। কঙ্গনার শর্ত, তাঁকে যদি কেউ এটার উত্তর বলে দেয় তাহলে তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন এবং ক্ষমাও চাইবেন।
কঙ্গনা আরো বলেছেন, যদি কেউ প্রমাণ করতে পারে ওই সাক্ষাৎকারে তিনি একবারও স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করেছেন তাহলেও তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, তিনি রাণী লক্ষ্মীবাঈয়ের উপরে তৈরি ছবিতে নিজে অভিনয় করেছেন। ১৮৫৭ সালের বিদ্রোহ নিয়ে গভীরে গবেষণা করেছেন।
ডানপন্থীদের সঙ্গে জাতীয়তাবাদও তুঙ্গে উঠেছিল। কিন্তু সেটা হঠাৎ করেই ঝিমিয়ে পড়ল কেন? গান্ধীজি ভগৎ সিংকে শহিদ হতে দিলেন কেন? নেতাজিকে মারা হল আর গান্ধীজি তাঁকে সাহায্য করলেন না কেন? একজন শ্বেতাঙ্গ ভারতকে ভাগ করে দিল কেন? প্রশ্ন তুলেছেন কঙ্গনা। সঙ্গে তাঁর সাফাই, তিনি বলেছেন, শারীরিক ভাবে স্বাধীনতা হয়তো আগেই পাওয়া গিয়েছে। কিন্তু মনের যে স্বাধীনতা, চেতনা জেগেছে ২০১৪ তেই।