”শুধু বোরখাই নয়, দেশে ঘোমটার ব্যবহার ও নিষিদ্ধ হোক” মন্তব্য জাভেদ আকতারের

 

বাংলা হান্ট ডেস্ক:- ইস্টার সানডে’তে বিস্ফোরণের পর শ্রীলঙ্কার প্রশাসন বোরখা নিষিদ্ধ করেছে গোটা শ্রীলঙ্কা জুড়েই। এই ঘটনার ভিত্তিতে ভারতের অন্যতম লেখিকা তসলিমা নাসরিন গোটা বিশ্বেই এই বোরখার প্রচলন বন্ধ করার দাবি জানিয়েছেন। ওনার এই দাবিতে সম্মতি জানিয়েছেন দেশের বহু বুদ্ধিজীবীরা।তাই এবার বোরখা প্রসঙ্গে মুখ খুললেন বিখ্যাত গীতিকার জাভেদ আকতার।

 

এই প্রসঙ্গেই গত বুধবার শিবসেনা মুখপাত্র বললেন, “রাবণের লঙ্কার বোরখা নিষিদ্ধ হলে রামের ভারতের কেন নয়?” এই প্রসঙ্গ উল্লেখ করে এক অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রশ্ন করা হলে তিনি বলেন ” এই দেশে বোরখা নিষিদ্ধ করার জন্য কোনো আইন প্রনয়ন করা হলে তাতে আমার একদমই অসুবিধা নেই।

047cd img 20190504 114014

তবে রাজস্থানে নির্বাচনের শেষ দফা ভোটের আগেই দেশ থেকে ঘোমটার প্রথাও তুলে দেওয়া উচিৎ। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় দেশে ঘোমটা ও বোরখা দুটোই কুসংস্কারচ্ছন্ন প্রভাব ফেলে সবার মনে, তাই দুটোই সমান ভাবে নিষিদ্ধ করে দেওয়া উচিৎ।”

ad

সম্পর্কিত খবর