বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রীদের (Actress) ব্যক্তিগত জীবন অনেক সময়ই সিনেমাকে হার মানায়। ইন্ডাস্ট্রিতে এমন একাধিক তারকা রয়েছেন যাদের বাস্তব জীবন নিয়ে ছবি তৈরি করলে তা টেক্কা দেবে অনেক হিট ছবিকেই। এমনি এক অভিনেত্রীর (Actress) কাহিনি নিয়েই এই প্রতিবেদন। বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ডেবিউ করেছিলেন ঋষি কাপুরের বিপরীতে। অভিনেতা থেকে গায়কও রয়েছেন তাঁর প্রাক্তনের তালিকায়।
ঋষি কাপুরের বিপরীতে ডেবিউ করেন অভিনেত্রী (Actress)
তিনি জেবা বখতিয়ার। ১৯৯১ সালে তিনি ডেবিউ করেন বলিউডে। ‘হেনা’ ছবিতে ঋষি কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি প্রথমে বানানোর কথা ছিল রাজ কাপুরের। কিন্তু আচমকা তাঁর মৃত্যু হওয়ায় ছবিটি সম্পূর্ণ করেন রণধীর কাপুর। বক্স অফিসে বেশ সফল হয়েছিল ছবিটি। এই ছবির হাত ধরেই জনপ্রিয়তা পান জেবা।
পাকিস্তান থেকে বলিউডে আসেন: এরপর একে একে মহব্বত কি আরজু, স্টান্টম্যান, জয় বিক্রান্তার মতো ছবিতে অভিনয় করেন তিনি। তবে তাঁর পরবর্তী ছবিগুলি তেমন ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। জানিয়ে রাখি, এই অভিনেত্রী (Actress) জন্মসূত্রে ছিলেন পাকিস্তানি। সে দেশে যথেষ্ট সফল নাম ছিলেন তিনি। বলিউডে তেমন কেরিয়ার দেখতে না পাওয়ায় ফের নিজের মুলুকেই ফিরে যান জেবা।
আরো পড়ুন : “সংখ্যালঘুদের নিরাপত্তা…..”, উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশে বৈঠক শেষে কী জানালেন ভারতীয় বিদেশসচিব?
ব্যক্তিগত জীবনও ছিল চর্চায়: জানা যায়, বেশ প্রভাবশালী পরিবারের মেয়ে ছিলেন জেবা। তাঁর বাবা ছিলেন প্রাক স্বাধীনতা যুগের মুসলিম লিগের একজন সক্রিয় সদস্য, আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে জেবা বেছে নিয়েছিলেন অভিনয়। শুধু পেশাগত কেরিয়ার নয়। অভিনেত্রীর (Actress) ব্যক্তিগত জীবনও ছিল চর্চায়।
আরো পড়ুন : জামাকাপড় থেকে থালাবাটি! রাষ্ট্রপতি ভবনে লুটপাট জনতার, শ্রীলঙ্কা-বাংলাদেশ হওয়ার পথে এই দেশ
চার চারবার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু টেকেনি কোনো সংসার। জেবার দ্বিতীয় স্বামী ছিলেন অভিনেতা জাভেদ জাফরি। ১৯৮৯ সালে বিয়ে করেন দুজনে। কিন্তু পরের বছরই ভেঙে যায় বিয়ে। এরপর ফের গায়ক আদনান সামিকে বিয়ে করেন জেবা। সেই বিয়ে ভাঙে ১৯৯৭ সালে। অভিনেত্রীর চতুর্থ স্বামী ছিলেন পাক রাজনীতিবিদ সোহেল খান লেঘারি। কিন্তু ওই বিয়েটাও টেকেনি তাঁর।