আত্মনির্ভর হওয়ার পথে আরো এক কদম; ভারতের তৈরি বাইক এবার ছুটবে ইউরোপের রাস্তায়

আত্মনির্ভরশীল হওয়ার পথে আরো এক কদম ভারতের (India)। এতদিন সাধারণত বিদেশ থেকে ভারতে বাইক আসত। এবার সেই হিসেব উল্টে দিয়ে ইউরোপের রাস্তায় ছুটবে ‘মেড ইন ইন্ডিয়া’ বাইক Jawa।

images 2020 09 20T185339.592

Jawa standard এর বাইক লঞ্চ হল ইউরোপের বাজারেও। একই রকম দেখতে হলেও ইউরোপের এই বাইকটির নাম 300 CL৷  ভারত ও ইউরোপের স্ট্যান্ডার্ড আলাদা হওয়ায় এই বাইকে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে jawa।

images 2020 09 20T185321.537

ইউরোপের আইন মেনে ভারতের bs6 এর বদলে এই বাইকে থাকছে euro4 ইঞ্জিন। 300 CL বাইকটিতে রয়েছে ২৯৪ সিসির একটি লিকুইড কুলড ইঞ্জিন। থাকছে ৭ হাজার আরপিএম-এ ২২.৫ বিএইচপি।

images 2020 09 20T185314.932

300 CL বাইকটিতে টর্ক রয়েছে ৫৭৫০ আরপিএম-এ ২৫ এনএম। যদিও এই ক্ষেত্রে ভারতীয় বাইকটি অনেকবেশি শক্তশালী। জাভা 300 সিএলে সিঙ্গল চ্যানেল এবিএস সহ ডিস্ক এবং ড্রাম ব্রেকরয়েছে।

images 2020 09 20T185405.973

পাশাপাশি , ভারতীয় মডেল দ্বৈত চ্যানেল এবিএসের সাথে জোড়া ডিস্ক ব্রেক পেয়েছে। এ ছাড়া বাইকের সমস্ত যন্ত্রাংশই ভারতীয় বাইকটির মতো। এটি পিছনে 18 এবং 17 ইঞ্চি চাকা এবং মনোশক সহ সামনে টেলিস্কোপিক ফোর্ক থাকছে।

 

সম্পর্কিত খবর