এত কোটি নিয়েছেন ‘জওয়ান’-এর জন্য! চিনে রাখুন দেশের সবথেকে দামী সঙ্গীত পরিচালককে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কামব্যাক পর্বে দ্বিতীয় ছবি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shahrukh Khan)। ‘জওয়ান’ (Jawan) এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিনেপ্রেমী সহ শাহরুখ ভক্তরা। এই প্রথম কোনো প্যান ইন্ডিয়া ছবি করতে চলেছেন কিং খান। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই সিনেমা মুক্তি পাবে একাধিক ভারতীয় ভাষায়। সম্প্রতি এই ছবি সংক্রান্ত একটি বড় তথ্য সামনে এসেছে যা অবাক করে দিয়েছে নেটিজেনদের।

প্রায় ২২০ কোটি টাকায় তৈরি হচ্ছে জওয়ান। ‘পাঠান’ এর ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় ছবি নিয়েও কোনো খামতি রাখতে চান না শাহরুখ। জওয়ানে বড় অঙ্কের টাকা খরচ করে দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই বড় সুপারস্টারকে নিয়েছেন তিনি। মিউজিকের দিকেও নজর রয়েছে তাঁর। এই ছবির জন্য সঙ্গীত পরিচালককে কত টাকা দিয়েছেন তিনি তা জানেন?

Jawan music director got crore indian rupee

জওয়ান ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন তরুণ প্রতিভা অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander)। জানলে অবাক হবেন মাত্র ৩২ বছর বয়সী অনিরুদ্ধ এই মুহূর্তে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবথেকে দামী সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন। এক একটি ছবির জন্য তাঁর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে।

সূত্রের খবর মানলে, জওয়ান ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর, যা অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের থেকেও বেশি। এক একটি ছবির জন্য আনুমানিক ৮ কোটি টাকা দাবি করেন রহমান। অর্থাৎ এই মুহূর্তে অনিরুদ্ধকেই ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবথেকে ‘দামী’ সঙ্গীত পরিচালক বলা চলে।

কে এই অনিরুদ্ধ রবিচন্দর? তাঁর পরিচয়ও কিন্তু কম চমকপ্রদ নয়। রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্তের ভাইপো তিনি। জনপ্রিয় দক্ষিণী কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যম সম্পর্কে তাঁর ঠাকুরদার বাবা হন। ধনুষের সুপারহিট গান ‘কোলাভেরি ডি’ এর সুর দিয়েছিলেন অনিরুদ্ধ। এই গানের সঙ্গে সঙ্গেই মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয় তাঁর।

আগামীতে জওয়ান ছাড়াও জুনিয়র এনটিআর এর দেবারা, কমল হাসানের ইন্ডিয়ান ২, বিজয় থালাপতির লিও এবং রজনীকান্তের জেলার ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে অনিরুদ্ধের কাঁধে।

সম্পর্কিত খবর

X