সানির হাতুড়ির জবাব ডান্ডা ও বেল্ট দিয়ে! উত্তেজনার পারদ চড়াল ‘জওয়ান’র ট্রেলার

বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র ৭ দিন। তারপরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। তার আগে ট্রেলারের আশায় গত মাস খানেক ধরে রীতিমতো দিন গুনছেন বাদশার অনুরাগীরা। লাখ টাকার এই কৌতুহলকে এতদিন ধরে জিইয়ে রেখেছিলেন অ্যাটলি কুমারের টিম। তবে এবার অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ছবির ট্রেলার (Trailer)।

চলতি বছর ‘পাঠান’ মুক্তির পর থেকেই জেগে উঠেছে শাহরুখের ফ্যানক্লাব। একই বছরে এটি শাহরুখের দ্বিতীয় অ্যাকশন ঘরানার ছবি‌। বলাই বাহুল্য যে, এই ছবির জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল ভক্তরা। আর সেই অপেক্ষাকে কাজে লাগিয়েছেন ‘জওয়ান’-এর নির্মাতারাও।

এক তো শাহরুখের মতো তাবড় তারকার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। তার উপরে ‘মাস অ্যাকশন এন্টারটেনার’। এই ছবিকে উপেক্ষা করে কার সাধ্যি! এমনিতেও দর্শকদের উত্তেজনা জিইয়ে রাখতে একটু অন্যরকম মার্কেটিং ছক সাজিয়েছিলেন অ্যাটলি কুমারের টিম। যে কারণে ছবির ট্রেলার মুক্তির কোনও দিনক্ষণ প্রকাশ করেননি অ্যাটলি ও তার টিম।

আরও পড়ুন : অনুরাগের ছোঁয়ার দিন শেষ সবাইকে চমকে সেরার সেরা জি বাংলার এই মেগা, নতুন TRP তে বড় চমক

তবে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল শাহরুখ অভিনীত নতুন ছবির ট্রেলার। আর এই ট্রেলার ছবি নিয়ে এসআরকে ভক্তদের উন্মাদনা শতগুণ বাড়িয়ে দিল। ছবির ঝলক থেকে মনে হচ্ছে যে, দ্বৈত চরিত্রে অভিনয় করবেন কিং খান। একই সাথে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। তার সাথে থাকবে মারকাটারি অ্যাকশন আর চমৎকার সব সংলাপ।

আরও পড়ুন : কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ দীপঙ্কর, ৭৯ বছর বয়সে এসে হলেন স্বজনহারা

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, কোনও এক দুষ্কৃতীর হাতে হাইজ্যাক হয়েছে গোটা একটা মেট্রো রেল! আর সেই দুষ্কৃতি খোদ শাহরুখ। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করে, ‘তোমার কী চাই?’ জবাব আসে- ‘আলিয়া ভাট’। আর সবাই নাকি এই হাইজ্যাকারের ফ্যান। উর্ধ্বতন অফিসার নয়নতারাকে এমনটাই জানায় সুনীল গ্রোভার। অবশ্য ট্রেলার থেকে এটাও বোঝা যাচ্ছে যে, এই হাইজ্যাকারের সঙ্গেই প্রেম করতেন নয়নতারা।

আরও পড়ুন : ভিনধর্মেই খুঁজে পেয়েছেন জীবনের অর্থ! ধর্মান্তরিত এই ৫ অভিনেত্রীর আসল নাম জানতেন কি?

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

 

তবে কেন তাদের সম্পর্কের অবনতি ঘটল আর কেনই বা তারা আলাদা হলেন সেইসব প্রশ্নের উত্তর মিলবে ছবিতেই। এদিকে ছবির মূল ভিলেইন কালি ওরফে বিজয় সেতুপতিরও দেখা মিলল ট্রেলারে। দেখা মিলল দীপিকা পাড়ুকোনেরও। তার সাথে কানে এল রোম খাড়া করে দেওয়ার মত সংলাপ। শাহরুখ বললেন, ‘আমরা জওয়ান, দেশের জন্য ১০০০ বার জান লড়িয়ে দিতে পারি কিন্তু তোমাদের মতো মানুষ যারা দেশকে বিক্রি করে দেয় তাদের জন্য নয়। তাই কালী তোমার সঙ্গে কোনও ডিল নয়’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর