‘এক মহিলার সঙ্গে সময় কাটানোর জন্য দেশভাগ করিয়েছিলেন নেহেরু’, বিস্ফোরক অভিযোগ সাভারকরের নাতির

বাংলাহান্ট ডেস্ক : বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর থেকেই বিনায়ক দামোদর সাভারকরকে (Vinayak Damodar Savarkar) নিয়ে রাজনীতি অব্যাহত। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ( Rahul Gandhi) বক্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনীতি। সম্প্রতি একটি চিঠি দেখিয়ে রাহুল দাবি করেন যে সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। তবে রাহুলের সেই দাবি মানতে নারাজ সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর (Ranjit Savarkar)। তিনি পালটা আক্রমণ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুরকে (Jawharlal Nehru)। রঞ্জিত গুরুতর অভিযোগ করলেন নেহরুর বিরুদ্ধে। তাঁর দাবি, ‘এক মহিলার প্রতি আনুগত্য প্রকাশের জন্য দেশভাগ করিয়েছিলেন জওহরলাল নেহরু।’

এখানেই থামেননি রঞ্জিত সাভারকর। স্বাধীনতা সংগ্রামীর নাতি আরও অভিযোগ করে বলেন, যে নেহরু ১২ বছর ধরে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ গোপন তথ্য ব্রিটিশদের দেন। তিনি রাহুলের কাছে এই অভিযোগের ভিত্তিতে জবাবও চান। শুক্রবার সাংবাদিকদের সাভারকরের নাতি বলেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু একজন মহিলার জন্য ভারত ভাগে রাজি হয়েছিলেন। ১২ বছর ধরে, ভারতের সমস্ত গোপন তথ্য পাচার করা হয় ব্রিটিশদের কাছে। আমি দাবি করছি যে পণ্ডিত নেহেরু এবং এডউইনার যে সমস্ত চিঠিপত্র রয়েছে তা ব্রিটিশদের কাছ থেকে চাওয়া হোক এবং সর্বসমক্ষে তা প্রকাশ করা হোক।’

নেহরুকে অভিযুক্ত করে রঞ্জিত সাভারকরের আরও দাবি করেন, পণ্ডিত নেহরু ১৯৪৭ সালের ৯ মে থেকে ১২ মে শিমলা যান। এই সময় ব্রিটিশ সরকারের কাছে এডউইনা একটি চিঠি লেখেন। যাতে পরিস্কার লেখা আছে যে তিনি পণ্ডিত নেহরুকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি এডউইনা ব্রিটিশ সরকারের কাছে লেখা এই চিঠিতে এটাও দাবি করেন যে নেহরু তাঁর সঙ্গে চারদিন কাটিয়েছেন।

এডউইনার লেখা চিঠিতে নাকি বলা হয়, ‘নেহরু আর আমি ভালো বন্ধু হয়ে গিয়েছি। এই বন্ধুত্ব অনেকদিন পর্যন্ত থাকবে।’ সাভারকরের নাতি আরও জানান, ‘এডউইনা বলেছিলেন যে পণ্ডিত নেহেরু আমার নিয়ন্ত্রণ রক্ষা করতেই এসেছেন।’ রঞ্জিতের দাবি, ‘মাউন্টব্যাটেন লিখেছেন যে তিনি ভারত ছেড়ে যাওয়ার পরও নেহেরু তাঁকে ১২ বছর ধরে প্রতিদিন রিপোর্ট পাঠাতেন। এটা গোয়েন্দা সংস্থার একটা বড় ব্যর্থতা।’

Sudipto

সম্পর্কিত খবর