স্কোয়াডে নেই, তবে করছেন নেট প্র্যাকটিস! এবার কি মাঠে নামবেন পাকিস্তানের যম? ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। বিসিসিআইয়ের (BCCI) উপর দায়িত্ব থাকছে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার। ২০১১ সালে ও বিসিসিআই-কে এই দায়িত্ব পালন করতে হয়েছিল কিন্তু তখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিছুটা দায়িত্ব ভাগ করে নিয়েছিল। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড এককভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে। আর এই আয়োজন এর পরিপ্রেক্ষিতে যিনি সবচেয়ে বেশি নজরে রয়েছেন তিনি হলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)।

গোটা বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিসিসিআই এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারে কি না সেইদিকে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একটি বড় অভিযোগ ভেসে এলো পাকিস্তানের ক্রিকেট ভক্তদের তরফ থেকে। পাকিস্তানের ক্রিকেট বিসিসিআইকে নিয়ে আপাতত ব্যঙ্গ-বিদ্রুপ করছে এই বিশেষ কারণে।

পাকিস্তান ভারতের মাটিতে আপাতত হায়দ্রাবাদে অবস্থান করছে। এখানেই তারা নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারা নিজেদের বিশ্বকাপ অভিযানও আরম্ভ করবে ওখান থেকেই। আর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের একটি চিত্র সম্প্রতি ভাইরাল হয়েছে যেটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান প্রস্তুতি ম্যাচটি চলার সময় কোন এক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় রাজীব গান্ধী স্টেডিয়ামের সিটের ছবি শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায় স্টেডিয়ামের একটা বড় অংশের চেয়ার পাখিতে নোংরা করে রেখেছে এবং সেগুলি পরিষ্কার করা হয়নি বিশ্বকাপের আগে। ওই চিত্রটি নিয়ে এখন বিসিসিআই ও জয় শাহকে ব্যঙ্গাত্মক আক্রমণ শানাচ্ছে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি।

পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের জয় শাহ-কে আক্রমণ করার আরো একটি বিশেষ কারণ রয়েছে। পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর বিসিসিআই সচিবের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বলেছিলেন যে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট খেলতে যাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। পৃথিবীর সঙ্গে কোনো রকম আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানি ভক্তরা এবং বোর্ড ক্ষুব্ধ হয়েছিল। ভারতীয় দল পাকিস্তানে না গেলে পাকিস্তান দলও বিশ্বকাপে ভারতের মাটিতে পা রাখবে না বলে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি এবং ভারতীয় দলও শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের ম্যাচ খেলেছে এবং পাকিস্তানকেও ভারতে আসতে হয়েছে বিশ্বকাপ খেলার জন্য। এই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।

তবে সেই সব নিয়ে জয় শাহ-কে বিন্দুমাত্র চিন্তিত দেখায়নি। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের কমলা রঙের প্র্যাকটিস টি-শার্ট গায়ে চাপিয়ে ব্যাটিং প্র্যাকটিস করছেন তিনি। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্র ভাইরাল হয়েছে। অনেকেই মজা করে প্রশ্ন করছেন পাকিস্তানকে মাঠের বাইরে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে একাধিকবার পর্যদুস্ত করা এই ব্যক্তিত্বকে এবার কি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলেও দেখা যাবে স্কোয়াডের পরিবর্তন করে!

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর