জয় শাহ করে দেখালেন কামাল! হলেন ICC-র নতুন চেয়ারম্যান, BCCI সেক্রেটারি পদে এবার “নতুন মুখ”

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। ভারতীয় ক্রিকেটকে দারুণ এক উচ্চতায় নিয়ে গিয়েছেন জয় শাহ (Jay Shah)। এরপর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ (Jay Shah) নতুন ইনিংসের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয়। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। এভাবে আবারও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন আরও এক ভারতীয়।

ভারতীয় ক্রিকেটকে দারুণ এক উচ্চতায় নিয়ে গিয়েছেন জয় শাহ (Jay Shah)

জয় শাহ (Jay Shah) ১ ডিসেম্বর, ২০২৪-এ এই পদটি গ্রহণ করবেন। এর মধ্য দিয়েই তিনি আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হবেন। বর্তমানে তাঁর বয়স ৩৫ বছর। জয় শাহ (Jay Shah) ২০২৯ সালের অক্টোবর থেকে বিসিসিআই-এর সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাজ করছেন।

   

jay shah becomes the new chairman of icc

এই সম্পর্কে জয় (Jay Shah) বলেছেন, “ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে আমার জীবনের এই ইনিংসে আমি অভিভূত। আমি ক্রিকেটকে আরও বিশ্বব্যাপী করতে চাই। আর তার জন্য আইসিসি অন্তর্ভুক্ত দেশগুলির কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধও।’

আরও পড়ুন: হঠাৎই ফেসবুক থেকে বিদায় শ্রীলেখার! কী এমন হল অভিনেত্রীর?

ক্রিকেট ফরম্যাটের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, “আমরা এমন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছি যেখানে একাধিক ফরম্যাটের ভারসাম্য বজায় রাখা, বিশ্বব্যাপী ক্রিকেটের প্রচার করা এবং আন্তর্জাতিক বাজারে এটিকে সফল করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করে তোলা।”

আরও পড়ুন: আহত অরিন্দম গঙ্গোপাধ্যায়! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

তিনি আরও বলেন, “আমরা যে শিক্ষা পেয়েছি তা নিয়েই কাজ করব। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়াতে আমাদের নতুন চিন্তা ও নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে। ২০২৮-এর অলিম্পিকে আমাদের খেলার অন্তর্ভুক্তি ক্রিকেটের উন্নয়নের জন্য একটি টার্নিং পয়েন্ট। আমি আত্মবিশ্বাসী যে এটি খেলাটিকে নজিরবিহীন উপায়ে এগিয়ে নিয়ে যাবে।” প্রসঙ্গত, এর আগে জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর চেয়ারম্যান ছিলেন। সামগ্রিকভাবে ICC শাসন করা পঞ্চম ভারতীয় হতে চলেছেন জয় শাহ। আবার শোনা যাচ্ছে অরুণ জেটলির ছেলে এবং দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি বিসিসিআই-এর নতুন সচিব হতে পারেন।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর