ICC চেয়ারম্যান হয়ে মিলবে না স্বস্তি! জয় শাহকে হতে হবে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন, ব্যর্থ হলেই সর্বনাশ

বাংলাহান্ট ডেস্ক: ICC-র নতুন চেয়ারম্যানের নাম গতকাল অর্থাৎ ২৭ আগস্ট ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগামী ১ ডিসেম্বর, ২০২৪ থেকে এই পদ গ্রহণ করবেন। জয় শাহ (Jay Shah) এই পদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে তাঁর প্রথম মেয়াদ হবে দুই বছরের। তবে পরে আবার ২ বছর হয়ত সেই মেয়াদ বাড়ানো হতে পারে। তবে, ICC চেয়ারম্যান হিসেবে জয় শাহকে (Jay Shah) অনেক বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০২৫ সালের শুরুতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।

ICC চেয়ারম্যান হিসেবে জয় শাহকে (Jay Shah) অনেক বড় বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন: ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে না বলে আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল ভারত। এমতাবস্থায় ভারতীয় দলের ম্যাচ অন্য কোনও ভেন্যুতে আয়োজন করাই জয় শাহের (Jay Shah) জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে চলেছে হলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

jay shah is going to face biggest challenge as icc chairman

টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো: টি-২০-র এত পরিমাণ জনপ্রিয়তার কারণে অনেক বড় খেলোয়াড়রা টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহ দেখাচ্ছেন না। এমতাবস্থায়, টেস্ট খেলার দেশগুলিতে এই ফর্ম্যাটটিকে বাঁচিয়ে রাখতে কতটা সক্ষম হবেন জয় (Jay Shah) তা দেখার। গত কয়েক বছর অনুসারে টেস্ট ক্রিকেট খেলতে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া অন্য কোনও দেশ খুব একটা বেশি আগ্রহ দেখায় না।

আরও পড়ুন : জয় শাহ করে দেখালেন কামাল! হলেন ICC-র নতুন চেয়ারম্যান, BCCI সেক্রেটারি পদে এবার “নতুন মুখ”

ওয়ানডে বিশ্বকাপ আয়োজন: ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের পরে, ভক্তরা এই ফর্ম্যাটের জনপ্রিয়তা নিয়েও সন্দেহের মধ্যে রয়েছেন। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া সত্ত্বেও, ভারতীয় দল ২০২৪, সালে মাত্র তিনটি ওডিআই ম্যাচ খেলেছে। এমন পরিস্থিতিতে ২০২৭ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সহজ হবে না। এই মেগা ইভেন্টটি তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে। যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে।

আরও পড়ুন :  হাসপাতালে ভর্তি ঊর্বশী রাউতেলা, কী হয়েছে অভিনেত্রীর?

২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন: অলিম্পিক গেমস ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হবে। শোনা যাচ্ছে এটিতে ক্রিকেটের প্রত্যাবর্তনও দেখতে পাওয়া যাবে। ম্যাচগুলি পুরুষ এবং মহিলাদের উভয় টি-২০ ফর্ম্যাটে খেলা হবে। এমন পরিস্থিতিতে, অলিম্পিকে ক্রিকেট ম্যাচ আয়োজন করা জয় শাহের জন্য একটি বড় দায়িত্ব হতে চলেছে। এটি বিশ্ব স্তরে খেলাটিকে একটি আলাদা পরিচিতি দিতেও অনেক সাহায্য করবে।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর