টিকে আছেন কোটায়! জয় শাহ BCCI-এর দায়িত্ব ছাড়লেই তাড়িয়ে দেওয়া হবে এই ৩ ক্রিকেটারকে?  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই অনুযোগ জানিয়ে থাকেন যে বিসিসিআই কিছু ক্রিকেটারদের প্রতি পক্ষপাতদুষ্ট। বর্তমানে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ তার পছন্দের কিছু খেলোয়াড়কে দলে সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ জানিয়ে থাকেন এবং সেই জন্যই এই ক্রিকেটাররা ঘন ঘন সুযোগ পেয়ে থাকেন। অনেকেই মনে করেন বিসিসিআইতে জয় শাহের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এই খেলোয়াড়দেরও ভারতীয় দল থেকে বার দেওয়া হবে। এই প্রতিবেদনে এমনই তিনজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা হলো।

test kl rahul

লোকেশ রাহুল: গত দুই বছর ধরে লোকেশ রাহুল নিজের সেরা ছন্দের ধারেকাছে নেই। তারপরেও চোট পাওয়ার আগে তিনি ধারাবাহিকভাবে ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছিলেন। এই দেখে অনেকেই পক্ষপাতের অভিযোগ তুলেছেন। তবে ধীরে ধীরে রাহুলের হাত থেকে সীমিত ওভারের ভারতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হচ্ছিলো। তার ভবিষ্যৎ কি দাঁড়ায় সেটা বোঝার আগেই অনেকে তিনি চোটের কবলে পড়েছেন।

i kishan

ঈশান কিষান: আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ফরম্যাটে একটি দ্বিশতরান করলেও টি-টোয়েন্টিতে তিনি ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। তাও কোন অজ্ঞাত কারণে তিনি টানা সুযোগ পেয়ে গিয়েছেন বছরের শুরুরদিকের সিরিজগুলিতে, তা আজও রহস্য। অনেকেই এর পেছনে পক্ষপাতের অভিযোগ তুলে থাকেন।

surya bharat

শ্রীকর ভরত: ভরত এখনও পর্যন্ত পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতের জার্সিতে। এই পাঁচটি ম্যাচে তিনি মনে রাখার মত কিছুই করতে পারেননি। রাহুল দ্রাবের তাকে ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ ক্রিকেটারের বদলে সুযোগ দিয়েছেন ঠিকই কিন্তু সেই ভরসার মান এখনো অবধি রাখতে পারেননি এই উইকেটরক্ষক। ভারতীয় দলে তিনি নিজেকে খুব বেশিদিন ধরে রাখতে পারবেন বলে আশা করেন না কেউই।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর