বাংলা হান্ট নিউজ ডেস্ক: বড় ঝামেলায় জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের (BCCI) নির্বাচকদের চেয়ারম্যান চেতন শর্মা (Chetan Sharma)। গত মঙ্গলবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি তিনি একটি বড়রকমের কেলেঙ্কারির মুখ্য বিষয় হয়ে উঠেছেন। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের করা একটি স্টিং অপারেশনের সময়ে তিনি ভারতীয় ক্রিকেটের অনেক গোপন তথ্য প্রকাশ করেছেন যা নিয়ে তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে।
চেতন শর্মাকে গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরে অপসারণ করেছিল বিসিসিআই। কিন্তু তারপর ফের তিনি নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। এই স্টিং অপারেশনের সময় প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই সহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন চেতন।
এই সংবাদ মাধ্যমের স্টিং অপারেশন চলাকালীন নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং কোহলির সাথে তার ব্যক্তিগত কথোপকথনও প্রকাশ করেছিলেন। কিন্তু জাতীয় নির্বাচকরা নিজেদের চুক্তি অনুযায়ী মিডিয়ার সামনে এসব অভ্যন্তরীণ তথ্য প্রকাশ করার অনুমতি পান না। তাই শেষ পাওয়া খবর অনুযায়ী চেতন শর্মার নির্বাচক হিসেবে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
বিসিসিআইয়ের এক সিনিয়র কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “চেতনের ভবিষ্যত কী হবে তা জয় শাহ ঠিক করবেন। চাঞ্চল্যকর ব্যাপার হলো যে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ওডিআই এবং টেস্ট অধিনায়ক রোহিত শর্মা চেতনের সাথে একটি আভ্যন্তরীণ বৈঠক করতে চান। তারপরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর একটা গুরুতর কারণ সকলের সামনে উঠে আসছে। কারন চেতন শর্মা এই ইন্টারভিউতে বলেছেন যে ভারতীয় দলে এমন বেশ কিছু ক্রিকেটার রয়েছে যারা চোট পাওয়ার পরে সম্পূর্ণ সুস্থ না হয়েও প্রয়োজনে ইনজেকশন নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। সম্ভবত এই বিষয় নিয়েই অধিনায়কদের সঙ্গে আলোচনা করা হবে।