‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ায় পড়ুয়াদের শাস্তি স্কুলের, বিতর্ক বাড়তেই চাইতে হল ক্ষমা

বর্তমানে দেশের বিভিন্ন স্কুল ও কলেজে রাজনীতি যে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা বলা বাহুল্য। কখনো কলেজ চত্বরে হিজাব বিতর্ক থেকে শুরু করে জয় শ্রীরাম-স্লোগান এর মধ্যে দিয়ে বারংবার হিন্দু-মুসলমান রাজনীতি যেন ফিরে ফিরে এসেছে; কর্নাটকের শিক্ষা প্রাঙ্গণে হিজাব বিতর্ক এবং তার পাল্টা জয় শ্রীরাম স্লোগানের রেশ এখনও যে কাটেনি তা আবার স্পষ্ট হলো গুজরাটের একটি মিশনারি স্কুলে ঘটা একটি ঘটনাকে কেন্দ্র করে।

সূত্রের খবর, গুজরাটের সেই মিশনারি স্কুলের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চিৎকার করতে থাকে আর এরপরই সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং সেই সকল ছাত্র-ছাত্রীদের লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়। আর এই কারনেই বাঁধলো হট্টগোল! ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ এবং একটি সংগঠনের কিছু লোকজন স্কুল প্রাঙ্গণে এসে তাদের বিক্ষোভ দেখাতে চালু করে।

বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে, স্কুলের সামনে তারা সকলে স্লোগান দিতে থাকে এবং পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে দেখে স্কুল কর্তৃপক্ষ ক্ষমা চাইতে বাধ্য হয়।একটি হিন্দু সংগঠনের নেতা সুশীল যাদব জানিয়েছেন যে, জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় স্কুলের এরম কঠোর পদক্ষেপ নেওয়া নতুন কিছু নয়।

এর আগেও হিন্দুদের কোনো উৎসবে কিংবা রাখি পড়ানো নিয়ে বিভিন্ন মিশনারি স্কুলে ঘটে হট্টগোল। তাদের মতে, মিশনারি স্কুলগুলি এরকম কান্ড আগেও ঘটিয়েছে; উদাহরণস্বরূপ আমেদাবাদের একটি স্কুলে স্টুডেন্টদের হাত থেকে রাখি পর্যন্ত খুলে দেওয়া হয়। কিন্তু এবার ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকগণ এবং সংগঠনের লোকজন চুপ করে বসে থাকেনি এবং তাদের এই রণমূর্তির সামনে স্কুল প্রশাসনকে শেষ পর্যন্ত যে বশ্যতা স্বীকার করতে হলো তা বলা যায়।

ad

Sayan Das

সম্পর্কিত খবর