ওপার বাংলায় রবীন্দ্রজয়ন্তী, গানে গানে কবিগুরুকে স্মরণ করলেন জয়া আহসান

বাংলাহান্ট ডেস্ক: গতকাল ছিল ২৫শে বৈশাখ। অন‍্যান‍্য বছরের মতো আড়ম্বর না হলেও লকডাউন মেনে বাড়িতে বসেই কবিপ্রণাম সেরেছেন রবীন্দ্রানুরাগীরা। এপার বাংলা ওপার বাংলা দুদিকেই দৃশ‍্যটা একই। অনলাইনেই রবীন্দ্র জয়ন্তী (rabindrajayanti) পালন করেছেন তারকা থেকে সাধারণ মানুষ।
এই তালিকায় রয়েছেন অভিনেত্রী জয়া আহসানও (jaya ahsan)। মূলত বাংলাদেশের অভিনেত্রী হলেও তিনি এপার বাংলাতেও সমান ভাবে জনপ্রিয়। অভিনয় দিয়ে আগেই সবার মন জিতেছেন জয়া। এবার দেখালেন তাঁর গানের প্রতিভা। নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন তিনি।

https://www.facebook.com/558086517857826/posts/1191563487843456/

এদিন নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাল‍্যকাল থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত বেশ কিছু ছবি দিয়ে সাজানো সেই ভিডিও, ব‍্যাকগ্রাউন্ডে বাজছে জয়ার গলায় ‘তোমার খোলা হাওয়া’।
২০১০ এ ‘ডুবসাঁতার’ ছবিতে এই গানটা নিজের গলায় গেয়েছিলেন জয়া। ২৫ বৈশাখে সেই স্মৃতিই আবারও উসকে দিলেন তিনি। ভিডিওর ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ডুবসাঁতার ছবি থেকে আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্র সঙ্গীত “তোমার খোলা হাওয়া।” আজ কবিগুরুর  জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।’

images 2020 05 09T170004.713

অনুরাগীদের প্রশংসা উপচে পড়েছে জয়ার ভিডিওতে। অভিনেত্রীর মিষ্টি গানের গলা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেঞ নেটিজেনরা। ৩ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে।
এর আগে জানা গিয়েছিল বাংলাদেশে লকডাউনের মধ‍্যে পথের কুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন জয়া। নিজে হাতে মাংস ভাত রেঁধে অন্তত ৩০টি কুকুরের খাওয়ার দায়িত্ব নিয়েছেন জয়া। প্রতিদিন মাস্ক ও গ্লাভস পরে ইস্কাটন গার্ডেন, দিলুরোড, মগবাজার এলাকায় ঘুরে কুকুরদের খাওয়ান অভিনেত্রী।
জয়া নিজে শেয়ার না করলেও তাঁর এই উদ‍্যোগের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। এর আগে বাড়ির ব‍্যালকনিতে গাছের পরিচর্যা করার ভিডিও শেয়ার করেছিলেন জয়া আহসান। সঙ্গে ছিল তাঁর পোষ‍্য। এভাবেই তাঁর গৃহবন্দি দশা কাটছে বলেও জানিয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর