তৃণমূলের মাস্টারস্ট্রোকঃ সবুজ শিবিরের হয়ে প্রচারে বঙ্গে আসছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন

বাংলাহান্ট ডেস্কঃ ‘বাংলা নিজের মেয়েকে চায়’- তৃণমূলের (tmc) এই শ্লোগানকে হাতিয়ার করেই বঙ্গে আসছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন (jaya bachchan)। একুশের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে রবিবার সন্ধ্যেতেই মুম্বই থেকে কলকাতায় পা রাখছেন জয়া বচ্চন। সূত্রের খবর, ৫ ই এপ্রিল থেকে ৮ ই এপ্রিল অবধি কলকাতাতেই থাকবেন অমিতাভপত্নী।

শক্ত ঘাঁটি বাংলা। একদিকে তৃণমূল চাইছে নিজেদের গদি বাঁচিয়ে রাখতে, অন্যদিকে বিজেপি চাইছে সেই গদি ছিনিয়ে নিতে। বাংলায় গদি দখলের লড়াইয়ে একদিকে যেমন দিল্লী থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা আসছেন, তেমনই এবার কোমর বেঁধে নেমেছে তৃণমূলও।

12993602 1189395111125111 4119836206597309228 n e1520948940230

তৃণমূলের ডাকে সাড়া দিয়ে সমাজবাদী পার্টির গত চার বারের মনোনীত সাংসদ এবার বাংলায় ঘাসফুলের হয়ে প্রচারে আসছেন বিগ বি পত্নী জয়া বচ্চন। রবিবার সন্ধ্যেয় দমদম বিমান বন্দরে নামার পর তিনি সোমবার সাড়ে ৩ টে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও জানা গিয়েছে। শুধু তাই নয় বাংলায় রোড শোতেও অংশ নেবেন তিনি।

সূত্রের খবর, ৫ ই এপ্রিল থেকে ৮ ই এপ্রিল অবধি কলকাতাতেই থাকবেন অমিতাভপত্নী জয়া বচ্চন। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন, এমনকি টালিগঞ্জের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থনে কলকাতার রাস্তায় রোড শোতেও অংশ নেবেন জয়া বচ্চন।

কলকাতার মেয়ে হওয়ার সুবাদে তৃণমূল শিবিরের তারকা প্রচারক হিসেবেই বাংলায় আসছেন তিনি। শুধু তাই নয়, বেশ কয়েকবার মমতা ব্যানার্জির অনুরোধে কলকাতা চলচ্চিত্র উৎসবেও কলকাতায় এসেছিলেন জয়া বচ্চন।


Smita Hari

সম্পর্কিত খবর