‘ঐশ্বর্যকে দেখলেই আমার স্বামী অমিতাভের…’, এ কী বললেন জয়া! উঠে এল বচ্চন বাড়ির এক অজানা কথা

বাংলাহান্ট ডেস্ক : অমিতাভ (Amitabh Bachchan) পুত্র অভিষেক বচ্চনের সাথে ২০০৭ সালে বিয়ে হয় মিস ওয়ার্ল্ড তথা অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai Bachchan)। অভিষেক ও ঐশ্বর্যের ২৩ বছরের দাম্পত্য জীবন। এই দীর্ঘ বছরে তাঁদের দাম্পত্য বিষয়ে বিশেষ একটা গুজব শোনা যায়নি। তবে ২০২৩ সাল থেকে একাধিক ম্যাগাজিন ও সংবাদপত্র দাবি করতে থাকে আগের মতো নেই ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্ক।

অনেকেই বলেন তাঁদের নাকি বিবাহবিচ্ছেদও হয়ে যাবে শীঘ্রই। তবে এইসব ঘটনা নিয়ে কখনো মুখ খোলেনি বচ্চন পরিবার। জানা যায় বর্তমানে কন্যাকে নিয়ে ঐশ্বর্য থাকছেন মায়ের বাড়িতে। তবে একবার বচ্চন পরিবার সম্পর্কে অমিতাভ পত্নী জয়া বচ্চন (Jaya Bachchan) ফাঁস করেছিলেন একটি গোপন কথা। একটি অনুষ্ঠানে জয়া বলেছিলেন মাত্র ২১ বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁদের কন্যা শ্বেতা বচ্চনের।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! এক টিকিটেই ১৬ হাজার কোটি! বিশ্বের সবচেয়ে বড় লটারি জিতে এই ব্যক্তি যা করলেন…

শ্বেতা শ্বশুরবাড়িতে চলে গেলে বচ্চন পরিবারে কন্যার অভাব তীব্র হয়ে ওঠে। জয়া জানান,  “শ্বেতার বিয়ের পর আমাদের পরিবারে কন্যার অভাব দেখা দিয়েছিল। ঐশ্বর্য যখন আমাদের বাড়িতে বউ হয় এলেন, সেই শূন্যস্থান পূরণ হল লহমায়। ঐশ্বর্যই নিয়ে নিল শ্বেতার জায়গা। তাঁকে দেখলেই আমার স্বামী অমিতাভের চোখ চিকচিক করলে উঠত। মনে করতেন শ্বেতা এসেছে।”

664044 jaya bachchan

তবে অনেকেই দাবি করেন ননদ শ্বেতার সাথে ঐশ্বর্যর সম্পর্ক নাকি বেশ খারাপের দিকে। ঐশ্বর্য রাই বচ্চন নাকি রীতিমত এড়িয়ে চলেন ননদ শ্বেতা ও শ্বাশুড়ি জয়াকে। সম্প্রতি বচন পরিবারের সদস্যরা ঐশ্বর্যর ৫০ তম জন্মদিনও পালন করেননি। এসব থেকেই গুঞ্জন শুরু হয়েছে বচ্চন পরিবারে কিছু একটা তো ঘটছে। তবে, জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সংসার আদৌ টিকবে কী না তা অবশ্য সময় বলবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর