ব‍্যক্তিগত জীবনে চলছিল ঝড়, শাহরুখের কষ্টে বাস্তবেই হাউহাউ করে কেঁদেছিলেন জয়া বচ্চন

বাংলাহান্ট ডেস্ক: করন জোহরের (Karan Johar) পরিচালনার কেরিয়ারে অন‍্যতম উল্লেখযোগ‍্য ও সফল ছবি ‘কভি খুশি কভি ঘম’ (Kabhi Khushi Kabhie Gham)। ছবিটির অনুরাগী যেমন আছে তেমনি নিন্দুকও আছে। তবুও এই ১২ বছর পরেও  অনেকেই এমন আছেন যাদের ছবিটি বেশ প্রিয়। বিভিন্ন সময়ে ছবিটি নিয়ে নানান অজানা তথ‍্য শেয়ার করেছেন পরিচালক করন।

একবার শাহরুখ খান (Shahrukh Khan) ও জয়া বচ্চনকে (Jaya Bachchan) নিয়ে একটি তথ‍্য শেয়ার করেছিলেন করন, যা নতুন করে আবারো শেয়ার করা হয়েছে ধর্মা প্রোডাকশনের তরফে। অনেকেরই জানার কথা নয়, কভি খুশি কভি ঘম ছবির শুটিংয়ের সময়ে ব‍্যক্তিগত জীবনে একটা বড় সমস‍্যা চলছিল শাহরুখের।

jaya
মনে কষ্ট নিয়েই শুটি‌ং করেছিলেন তিনি। সে সময়ে সেটের মধ‍্যে জয়াই ওই সমস‍্যাটা নিয়ে কথা বলতেন শাহরুখের সঙ্গে। মায়ের মতোই ব‍্যবহার করতেন তিনি অভিনেতার সঙ্গে। ভিডিওতে করনকে বলতে শোনা যায়, কভি খুশি কভি ঘম ছবির শুটিংয়ের সময়ে জয়া জি প্রায়ই এসে তাঁকে বলতেন, শাহরুখ খুব কঠিন সময়ের মধ‍্যে দিয়ে যাচ্ছেন। তাঁকে দেখে অভিনেত্রীর নিজেরই কষ্ট হত।

পরিচালক আরো জানান, একটি দৃশ‍্য ছিল যেখানে ছেলে শাহরুখের কথা ভেবে চোখের জল ফেলছেন জয়া। দেওয়ালে টাঙানো অভিনেতার একটি ছবিতে হাত ছুঁইয়ে কাঁদতে হত তাঁকে। দৃশ‍্যটিতে অভিনয়ের সময়ে এক ফোঁটা গ্লিসারিন দরকার হয়নি তাঁর কাঁদার জন‍্য। শাহরুখের ছবিতে হাত ছুঁইয়ে আপনা থেকেই চোখ জলে ভরে উঠেছিল জয়ার।

https://www.instagram.com/tv/CdSzWfplW9G/?igshid=YmMyMTA2M2Y=

করন বলেন, শাহরুখের কষ্টটা মন থেকে অনুভব করেছিলেন জয়া। তিনিই তো বিষয়টা নিয়ে কথা বলতেন কিং খানের সঙ্গে। তাই তিনিও সমব‍্যথী হয়ে উঠেছিলেন। আর সেই কারণেই অভিনয়ের সময়ে কষ্টটা মন থেকে এসেছিল জয়া বচ্চনের। কৃত্রিম ভাবে চোখের জল ফেলার দরকার হয়নি। যদিও শাহরুখ ব‍্যক্তিগত জীবনে কোন সমস‍্যার মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তা এখনো জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর