বাংলাহান্ট ডেস্ক : জয়া বচ্চন (Jaya Bacchan)। এই নামটা শুনলেই মনে পড়ে যায় এক রাগী অভিনেত্রীর মুখ। কখনই যেন হাসতে দেখা যায় না তাঁকে। সাংবাদিকরা তাঁর ফটো তুলতে গেলেই রেগে লাল হয়ে যান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরে বেড়ায় তাঁর নানান বিতর্কিত ভিডিও। এবারের হলনা তার অন্যথা।
দিনকয়েক আগেই মৃত্যু হয়েছে চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বলিউড জগতে তাঁর কৃতিত্ব ছিল অনস্বীকার্য। পামেলা চোপড়ার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া।
পামেলা চোপড়ার প্রয়াত হওয়ার খবরে একরাশ শূন্যতা গ্রাস করেছে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। সে সময় আসে পামেলার মৃত্যুসংবাদ। দুঃসংবাদ শুনেই শুটিং ছেড়ে তিনি হাজির হন আদিত্য চোপড়ার বাড়িতে। পুত্র অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্য্য রায়কে নিয়ে সেখানে ছুটে যান অমিতাভ।
অন্যদিকে কন্যাকে নিয়ে রানী মুখার্জির বাড়িতে হাজির হন অমিতাভ পত্নী জয়া বচ্চন। আদিত্য চোপড়ার বাড়ির সামনে ছিল ক্যামেরাম্যানদের ভিড়। জয়া বচ্চনকে দেখেই বেশ কিছু ক্যামেরাম্যান ছুটে আসেন তার দিকে। এরপরেই রেগে যান। গলার স্বর উঁচু করে তিনি বলেন, ‘দূরে সরে যাও। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করো’।
View this post on Instagram
বর্ষীয়ান অভিনেত্রীর এহেন ব্যবহার দেখে কটাক্ষের ঝড় বইতে শুরু করেছে নেট দুনিয়ায়। একজন লিখলেন, ‘পরিস্থিতি যেমনই হোক না কেন। জয়া বচ্চনের মেজাজ সবসময় থাকে একই রকম’। অন্য আরেকজন লিখলেন, ‘স্বামী এবং স্ত্রীর ব্যবহারের মধ্যে যে কতটা পার্থক্য রয়েছে তা জয়া বচ্চনকে না দেখলে বোঝা যায় না’। উল্লেখ্য, এদিন সাদা রংয়ের সালোয়ার করে আদিত্য চোপড়ার বাড়িতে হাজির হয়েছিলেন জয়া বচ্চন। পোশাকের সঙ্গে ম্যাচিং করে মুখে পড়েছিলেন মাস্ক।