বাংলাহান্ট ডেস্কঃ বিরোধীদের টক্কর দিতে মমতা ব্যানার্জির (mamata banerjee) ডাকে সাড়া দিয়ে কলকাতায় উপস্থিত হয়েছেন বাংলার মেয়ে জয়া বচ্চন (Jaya Bachchhan)। শুধুমাত্র তৃণমূলের সমর্থনে বক্তব্য রাখাই নন, আগামী ৩-৪ দিন বাংলায় থেকে প্রার্থীর হয়ে রোড শোতেও অংশ নেবেন অমিতাভপত্নী জয়া।
প্রকৃতপক্ষে বাংলার মেয়ে হলেও, বর্তমানে মুম্বাইতে অমিতাভ ঘরণী হলেন জয়া বচ্চন। দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদও হলেন জয়া বচ্চন। অন্যদিকে সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার সুবাদে মমতার ডাকে সাড়া দিয়ে রবিবার সন্ধ্যায় কলকাতায় এলেন জয়া বচ্চন।
রোড শো থেকে শুরু করে সভা সমাবেশ- একাধিক কর্মসূচী রয়েছে তাঁর কলকাতায়। তবে সেসবের মধ্যে সোমবার বিকেলে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক সারলেন জয়া বচ্চন। সাংবাদিক বৈঠক থেকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে একদিকে যেমন বার্তা দিলেন, তেমনই বিরোধীদের উদ্দেশ্যে রাজনৈতিক লড়াইয়ের বার্তাও দিলেন।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এখানে আমি অভিনয় করতে আসিনি। আমার পার্টির লিডার অখিলেশ যাদবের কথায় এখানে আমি তৃণমূলকে সমর্থন করতে এসেছি। মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নের জন্য সমানে লড়াই করে চলেছে’।
My party leader Akhilesh Yadav has asked me to come here to give my support to TMC. I have the utmost love and respect for Mamata ji, a single woman fighting against all atrocities: Samajwadi Party (SP) MP Jaya Bachchan in Kolkata. #WestBengalElections2021 pic.twitter.com/p0W6cZZvSN
— ANI (@ANI) April 5, 2021
তিনি আরও বলেন, ‘বাঙালিদের ভয় দেখিয়ে কোনদিন কেউ সফল হতে পারেনি, আর হবেও না। আমার অর্থাৎ আমাদের ধর্ম, গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী থাকলে, বাংলায় আরও অনেক উন্নতি হবে। তবে যারা মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না, খারাপ কথা বলেন- তাদের জন্য লজ্জা লজ্জা’।