পাশে দাঁড়ালেন না নির্বাচকরা, এক ম্যাচ খেলেই ভারতীয় দল থেকে বাদ এই প্রতিভাবান ক্রিকেটার

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিসিসিআই ভারতীয় দলের ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন দলের নবনির্বাচিত অধিনায়ক রোহিত শর্মা। একই সঙ্গে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামির মতো দুর্দান্ত পেসারদের বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সেই সঙ্গে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে এমন একজন তারকাকে যাকে যথেষ্ট সুযোগই দেওয়া হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়াশিংটন সুন্দরের করোনা পজিটিভ হওয়ার কারণে জয়ন্ত যাদব দলে জায়গা পেয়েছিলেন। জয়ন্ত ৬ বছর পর সাদা বলের ক্রিকেটে ফিরলেও এখন কোনও কারণ না দেখিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনেক ফ্লপ খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছেন নির্বাচকরা। ভারতীয় পিচ সবসময়ই স্পিনারদের জন্য সহায়ক। এই পরিস্থিতিতে, জয়ন্ত সেই পিচে প্রভাব ফেলতে পারতেন।

jayant yadav 1

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে সুযোগ পেয়েছিলেন জয়ন্ত যাদব। ১০ ওভারে তিনি ৫৩ রান দেন এবং কোনো উইকেট নিতে পারেননি। জয়ন্ত যাদব বর্তমানে ভারতীয় টেস্ট দলে নিয়মিত। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে জয়ন্ত তার বোলিং দক্ষতা দেখিয়েছিলেন। লোয়ার অর্ডারেও ব্যাট হাতে কার্যকরী তিনি। জয়ন্ত এখনও পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি টেস্ট ও দুটি ওয়ান ডে খেলেছেন। টেস্টে তার ১৬ টি উইকেট এবং ওয়ান ডে-তে একটি উইকেট রয়েছে।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভালো পারফর্ম করা অনেক তরুণ ক্রিকেটারকে দলে জায়গা দেওয়া হয়েছে। দলে ফিরেছেন দীপক হুডা, রবি বিশ্নই এবং কুলদীপ যাদব। এই খেলোয়াড়দের ওপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমক দেখাতে পারে ভারতীয় দল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর