বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনে এইমুহূর্তে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩টি ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হেরেছে ভারত। এমন পরিস্থিতিতে, ভারতের জন্য এই ম্যাচটি কেবল সম্মান রক্ষার জন্য। অতএব, ভারতীয় দল ম্যানেজমেন্ট এই ম্যাচে কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে এবং সফরের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই পুরো সফরে জয়ন্ত যাদব ভারতীয় দলের সঙ্গেই ছিলেন। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে সুযোগ পান তিনি। এটি তার কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একদিনের ক্রিকেটে অভিষেক হয়। অভিষেক ম্যাচে অপরাজিত ২১ রান করেন এবং বল হাতে ৪ ওভারে ৮ রানে দিয়ে নেন ১ উইকেট। ওয়াশিংটন সুন্দর সফর থেকে ছিটকে যাওয়ায় বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে জয়ন্তকে দলে নেওয়া হয়েছিল। করোনায় আক্রান্ত হওয়ায় এই সফরে যেতে পারেননি সুন্দর।
৩২ বছর বয়সী জয়ন্ত ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে মাঠে নামেন। স্পিন বোলিংয়ের পাশাপাশি তিনি লোয়ার অর্ডারেও ব্যাট হাতেও কার্যকরী। তিনি ২১ বছর বয়সে ২০১১ সালে হরিয়ানার হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন। অভিষেকেই নিয়েছিলেন ৬টি উইকেট। তার পারফরম্যান্সের কারণে এই ম্যাচে হরিয়ানা গুজরাটকে হারিয়েছে। এরপর ওই মরশুমে আরও ২টি ম্যাচ খেলেল তার হাতে আসে আর মাত্র ১টি উইকেট।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। তিনি এখন পর্যন্ত ৫ টি টেস্ট খেলে ১৬ উইকেট নিয়েছেন এবং এই বৃহত্তম ফরম্যাটে একটি শতরান এবং একটি অর্ধ-শতরানও করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২ হাজারের বেশি রান করে ১৬৭ উইকেট নিয়েছেন জয়ন্ত। খেলেছেন আইপিএলও। যদিও আজকের ম্যাচে ১০ ওভার হার ঘুরিয়েও কোনও উইকেট পেলেন না তিনি। ব্যাট হাতে সুযোগ পেলে দলের হয়ে অবদান রাখতে চাইবেন জয়ন্ত।