বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ভারতের শেষ হয়ে গেছে আগেই। তবে ক্রিকেটীয় লড়াই এখনই শেষ হচ্ছে না, কারণ বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারত সফরে আসছে উইলিয়ামসনের কালো ঘোড়ারা। ইতিমধ্যেই এই সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। একাধিক সিনিয়র খেলোয়াড়রা বিশ্রাম নেওয়ায় নীল জার্সিতে খেলার সুযোগ চলে এসেছে বেশ কিছু তরুণ খেলোয়াড়ের কাছে।
তবে এমন একজনও খেলোয়াড় রয়েছেন যিনি নিজের ক্রিকেট ক্যারিয়ারে এখনও পর্যন্ত 659 টি উইকেট দখল করা সত্ত্বেও তাকে উপেক্ষা করে গিয়েছেন নির্বাচকরা। এবার সেই জয়দেব উনাদকটই মজার ছলে ভারতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করলেন। সাথে হয়তো মিশে রইল কিছুটা অভিমানও। এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলী ট্রফি সৌরাষ্ট্রের অধিনায়কত্ব করছেন জয়দেব। সেখানেই শুধু বল হাতে নয় ব্যাট হাতেও বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি।
আর সেই সূত্র ধরেই এবার নিজের একটি ভিডিও শেয়ার করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন এই বাঁহাতি জোরে বোলার। সৌরাষ্ট্রের অধিনায়ক হিসেবে গত সপ্তাহেই হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। মহম্মদ সিরাজ সহ একাধিক জোরে বোলারকে পিটিয়ে এই ম্যাচে মাত্র 32 বলে 58 রানের ইনিংস উপহার দেন জয়দেব। সেই ইনিংসের একটি ভিডিওই সকলের সামনে তুলে ধরেছেন তিনি।
https://twitter.com/JUnadkat/status/1459077727936561160?t=iagpLXHV4duNV_hdELreuQ&s=19
সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, “আরেকজন ফাস্ট বোলার যে ব্যাট করতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, বল হাতেও যথেষ্ট ভাল ফর্মেদ ছিলেন এই জোরে বোলার। 2019-20 রঞ্জি ট্রফিতেও মাত্র 10 ম্যাচে 13.23 গড়ে 67 উইকেট নেন তিনি৷ একইসঙ্গে সৌরাষ্ট্রকে রঞ্জি ট্রফির খেতাব জিততেও সাহায্য করেছিলেন তিনি। কিন্তু বয়সের কারণেই হয়তো তার দিকে তাকাননি নির্বাচকরা। সেই কারনে এবার নিজেই তাদের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।