মাথায় হাত রোহিত শর্মার! WTC ফাইনালের আগে IPL খেলতে গিয়ে চোট পেলেন দুই তারকা ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতের বেশিরভাগ তারকা ক্রিকেটার আইপিএলে (IPL 2023) অংশগ্রহণ করছেন। আইপিএল শেষ হওয়ার কিছুদিন পরেই ভারতীয় টেস্ট দলকে (Team India) মাঠে নামতে হবে ইংল্যান্ডের ওভালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। কিছুদিন আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে চার ম্যাচের টেস্ট সিরিজে হারালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিবেশ এবং পরিস্থিতি থাকবে সম্পূর্ণ অন্যরকম, যেখানে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা অনেকটাই বেশি সুবিধা পাবেন।

কিন্তু সেই হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামার আগে আইপিএল চলাকালীন রোহিত শর্মার চিন্তা বাড়লো। এমনিতেই তার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো ফর্মে নেই। তার মধ্যে এবার হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় একাদশ নামানো নিয়েও তাকে চিন্তায় পড়তে হবে। কারণ আইপিএল চলাকালীন লখনৌ সুপার জয়েন্টসের অংশ দুই ক্রিকেটার লোকেশ রাহুল এবং জয়দেব উনদকাট মারাত্মক চোট পেয়েছেন।

উনদকাট এই মরশুমে এলএসজির জার্সিতে বেশি মাঠে নামার সুযোগ পাননি। যুদ্ধবীর সিং, নবীন উল হক, আবেশ খানের মত তরুণ ক্রিকেটারদের ওপর বেশি ভরসা রাখছে এই বছরের লখনৌয়ের টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে প্র্যাকটিস করতে গিয়ে পা পিছলে নিজের ডান কাঁধের ওপর মারাত্মকভাবে ভর দিয়ে পড়ে বিশ্রী চোট পেয়েছেন বাঁ-হাতি পেসার। ৭ই জুন থেকে শুরু হবে সেই ফাইনাল। তিনি ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সের জন্য এই ফাইনালের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তিনি সময়ের মধ্যে যদি ঠিক হয়ে উঠতে পারেন তাহলে সেটা খুব আশ্চর্য ব্যাপার হবে।

unadkat rahul

অপরদিকে আজ আরসিবির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নেমেছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ। পাওয়ার প্লে চলাকালীনই ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন লোকেশ রাহুল। তাকে অনেকক্ষণ তার ডান পায়ের থাইয়ের একটি বিশেষ জায়গা চেপে বসে থাকতে দেখা গিয়েছে। এরপর তাকে আর ফিল্ডিং করতে দেওয়া হয়নি এবং শুশ্রুষার জন্য মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এখনই জানা যাচ্ছে না যে তার চোখ কতটা গুরুতর এবং তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে সম্পূর্ণ সুস্থ থাকবেন কিনা।

এছাড়া কলকাতা নাইট রাইডার্স দলে শার্দূল ঠাকুর এবং উমেশ যাদবেরও হালকা চোট রয়েছে। যদিও আশঙ্কা করা হচ্ছে যে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন জুন মাস আরম্ভ হওয়ার আগেই। কিন্তু কোনও কারনে তেমনটা না হলে শামি এবং সিরাজের সঙ্গে কারা জুটি বাঁধবেন সেই নিয়ে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে আলাদা করে চিন্তা করতে হবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর