কেরিয়ার নষ্ট করে দিয়েছিলেন কোহলি! রোহিতের নেতৃত্বে ১২ বছর পর পেলেন ভারতের জার্সি পরিধানের সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলতে যাচ্ছে কোনও অভিজ্ঞ পেসারকে ছাড়াই। এখানে অভিজ্ঞতা বলতে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। মহম্মদ শামি এবং উমেশ যাদব এই টেস্ট সিরিজের অংশ নন। মহম্মদ সিরাজ ভালো ফর্মে থাকলেও তাকে অভিজ্ঞ বলা চলে না। এই অবস্থায় ক্যারিবিয়ান ভূমে রোহিত শর্মার হাতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন জয়দেব উনদকাট (Jaydev Unadkat)।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। কিন্তু সেই টেস্ট ম্যাচে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি বাঁ-হাতি মিডিয়াম পেসার। সেই ম্যাচে কোন উইকেটে পাননি তিনি। খুব স্বাভাবিকভাবেই তারপর বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনির আমলের শেষ দিকেও ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন এবং এত বছর কোনও সুযোগ পাননি।

গতবছরের শেষ দিকে যখন ভারতের বাংলাদেশ সফরের দল যখন ঘোষণা করা হয় তখন সৌরাষ্ট্রের বোলার দলের অংশ ছিলেন না। কিন্তু মহম্মদ শামি আচমকাই চোটের কারণে ওই সিরিজ থেকে ছিটকে যান। সেই সময় তার পরিবর্ত হিসেবে গত ঘরোয়া ক্রিকেট মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা সৌরাষ্ট্রের তারকাকে ভারতীয় দলে সামিল করা হয় এবং একটি টেস্ট খেলার সুযোগও দেওয়া হয়।

unadkat debut

গত বছরের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেস্ট দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন জয়দেব উনদকাট। সেই সময়েও ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই ফর্মে ছিলেন তিনি। তখন নিজের পোস্টে তিনি বলেছিলেন, ‘প্রিয় লাল বলের ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও। কথা দিচ্ছি তোমাকে গর্বিত করব।’ সরাসরি না হলেও অপ্রত্যাশিত ভাবে সেই সুযোগ এসেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্টে দলে সুযোগ না পেলেও মিরপুরে দ্বিতীয় টেস্টের একাদশের অংশ হয়েছিলেন তিনি। তুলেছিলেন জাকির হোসেন এবং অভিজ্ঞ বাংলাদেশ ব্যাটার মুশফিকুর রহিমের উইকেট। এরপর তাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডেও সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তাকে প্রথম একাদশে রাখা হয়নি।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র অশ্বিন। জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর