বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরের একদম শেষদিকে ১২ বছর পর ভারতীয় টেস্ট দলে (Team India) প্রত্যাবর্তন করে সকলের নজর কেড়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছিলেন নিজের প্রত্যাশিত প্রথম টেস্ট উইকেট। তাকে দলে নিয়ে যে নির্বাচকরা ভুল করেননি সেটা প্রমাণ করে দিয়েছিলেন জয়দেব উনদকাট (Jaydev Unadkat)। ঘরোয়া ক্রিকেটেও নিজের এই পরিচিত ছন্দ ধরে রাখলেন তিনি।
ভারত পরবর্তী টেস্ট ম্যাচ খেলবে মার্চ মাসে। ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে উনদকাট ভারতীয় দলে জায়গা পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন তিনি। আজ রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) তার দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছিল দিল্লি।
৮৮ বছরের রঞ্জি ট্রফি ইতিহাসে এমন ঘটনা কোনদিনও ঘটেনি যা আজ করে দেখিয়েছেন। আজ ম্যাচের প্রথম ওভারেই তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বলে পরপর ধ্রুব শোরে, বৈভব রাওয়াল, যশ ধুলকে ফিরিয়ে রঞ্জি ট্রফিতে ইতিহাস সৃষ্টি করেন তিনি। তার বোলিং এর দাপটে একসময় দিল্লি মাত্র ১০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল।
পরবর্তীতে হৃত্বিক শকিন প্রথমে প্রানসু বিজয়রান এবং পরে শিবাঙ্ক বশিষ্ঠের সাথে জুটি বেঁধে দিল্লিকে শোচনীয় পরিস্থিতি থেকে উদ্ধার করেন। প্রতিবেদনটি লেখার সময় ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে দিল্লি স্কোর ১০৮। অর্ধশতরান করেছেন হৃত্বিক। চূড়ান্ত লজ্জার হাত থেকে এরা দিল্লিকে বাঁচিয়ে নিয়েছেন।
প্রতিবেদনটি লেখা সময় জয়দেব উনদকাট ৯ ওভারে ২৯ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন। টপ অর্ডারের তিনজনকে আউট করার পর তিনি মিডল অর্ডারে জন্টি সিঁধু, ললিত যাদব এবং লক্ষ্য থারেজাকেও ড্রেসিংরুমে ফিরিয়েছেন। আজ মোট ৫ দিল্লি ক্রিকেটার ০ রানে আউট হয়েছেন।