বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের রেশ কাটতে না কাটতেই জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের (Jaynagar Case) অভিযোগ। এই নিয়ে গত শনিবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ময়নাতদন্ত নিয়ে জটিলতা দেখা দেয়। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। আদালত নির্দেশ দেয়, কল্যাণীর জেএনএম হাসপাতালে এইমসের বিশেষজ্ঞরা নিহত নাবালিকার ময়নাতদন্ত করবেন। এবার প্রকাশ্যে সেই রিপোর্ট!
ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য (Jaynagar Case)!
সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ময়নাতদন্তে জানা গিয়েছে জয়নগরের নির্যাতিতার যৌন হেনস্থা হয়েছে। একইসঙ্গে এও জানা গিয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সোমবার সকালে কাঁটাপুকুর মর্গ থেকে নির্যাতিতার দেহ কল্যাণীতে নিয়ে যাওয়া হয়। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো গতকাল বেলা ১২টা থেকে ময়নাতদন্ত শুরু হয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ময়নাতদন্তে জানা গিয়েছে যৌন হেনস্থা করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার নামে…! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! দায়ের FIR
উল্লেখ্য, গত শনিবার নাবালিকার দেহ উদ্ধারের পরেই তাঁর বাবা পরিষ্কার জানিয়েছিলেন, রাজ্য সরকারের ওপর তাঁদের কোনও আস্থা নেই। তাই কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত (Jaynagar Case) করা হোক। এই নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। রবিবার ছুটির দিনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হয়।
উচ্চ আদালত স্পষ্ট জানায়, জয়নগরকাণ্ডের নির্যাতিতার ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম হাসপাতালে হবে। তবে সেই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হাসপাতালে কোনও ডাক্তার অথবা কর্মী অংশগ্রহণ করতে পারবেন না। এইমসের বিশেষজ্ঞরা এই পোস্টমর্টেম (Postmortem) করবেন। সেই অনুযায়ী গতকাল এই ময়নাতদন্ত হয়। এবার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা।
এদিকে রবিবার এই মামলার (Jaynagar Case) শুনানিতে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। সুরতহাল রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিত স্পষ্ট, তা সত্ত্বেও কেন পকসো আইনে মামলা রুজু হয়নি? জানতে চায় আদালত। পাল্টা রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল জানান, ‘যা যা অভিযোগ রয়েছে, আইন অনুযায়ী সেই সকল ধারা আমরা যোগ করে দেব’। পরের দিন অভিযুক্তকে আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ না করে পকসো আদালতে এই মামলা স্থানান্তর করার নির্দেশ দেয় আদালত।