বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ড (RG Kar Case) নিয়ে যখন উত্তাল বাংলা, সেই সময় আরও একটি ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার (Jaynagar Incident) পর গর্জে উঠেছিল বাংলা। এই ঘটনায় দোষী মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল বারুইপুর পকসো আদালত। এবার তিনিই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। পকসো আদালতের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মুস্তাকিন।
হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ জয়নগর কাণ্ডের মুস্তাকিন!
গত বছর ৪ অক্টোবর বারুইপুর পুলিশের জেলার জয়নগর থানার মহিষমারি অঞ্চলে ১০ বছরের এক নাবালিকার মৃত্যু ঘটেছিল। অভিযোগ ওঠে, নাবালিকার প্রতিবেশী মুস্তাকিন সর্দার (১৯) তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে গলা টিপে খুন করে। পরেই দিনই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ৭ অক্টোবর থেকে সিট গঠন করে শুরু হয় তদন্ত।
অক্টোবর মাস শেষ হওয়ার আগেই নাবালিকা ধর্ষণ খুনের এই ঘটনায় চার্জশিট জমা পড়েছিল। ৫ নভেম্বর থেকে শুরু হয় বিচারপ্রক্রিয়া। মাসখানেক পর দোষীর সাজা ঘোষণা করে আদালত। বারুইপুর জেলা ও দায়রা আদালতের অধীন পকসো আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায় মুস্তাকিনের ফাঁসির নির্দেশ দেন। এবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।
আরও পড়ুনঃ সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও বিরাট ধাক্কা রাজ্যের! এবার বড় নির্দেশ দিল হাইকোর্ট
নাবালিকা ধর্ষণ খুনের এই ঘটনার মাস দুয়েকের মাথায় অপরাধীর সাজা ঘোষণা করেছিল আদালত। এই নিয়ে রাজ্য পুলিশের তরফ থেকে সমাজমাধ্যমে লেখা হয়, ‘এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনও ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা ও তাঁর পরিবারকে ন্যায়বিচার দেওয়া। মেয়েটি আর ফিরে আসবে না। তবে অভূতপূর্ব দ্রুততায় যে তাঁকে ও তাঁর পরিবারকে আমরা ‘জাস্টিস’ দিতে পেরেছি। দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি। এইটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি’।
তবে এবার জয়নগর কাণ্ডে আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত মুস্তাকিন। তিনি দাবি করেছেন, এই ঘটনায় তাড়াহুড়ো করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। গুরুত্ব সহকারে তাঁর বক্তব্য শোনা হয়নি। জানা যাচ্ছে, আগামী সোমবার তাঁর আবেদন শুনতে পারে আদালত।