জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! ময়নাতদন্ত নিয়ে জোর টানাপড়েন! জল গড়াল হাইকোর্টে

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দু’মাসও হয়নি। তার মধ্যেই জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এই নিয়ে শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এবার এই কাণ্ডের জল গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে জটিলতা। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার।

  • জয়নগরকাণ্ডের জল গড়াল হাইকোর্ট (Calcutta High Court) অবধি!

নিহত নাবালিকার পরিবারের দাবি, মৃতার ময়নাতদন্ত কিছুতেই রাজ্য সরকারি হাসপাতাল, রাজ্য পুলিশের অধীন হবে না। তাঁরা কেন্দ্রীয় হাসপাতালে পোস্টমর্টেমের আবেদন জানিয়েছেন। তবে এক্ষেত্রে আবার একটি জটিলতা রয়েছে। অতীতে এই রকম একাধিক অভিযোগে দেখা গিয়েছে, কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের কথা বলা হলে বহু কম্যান্ড হাসপাতাল (Command Hospital) তাতে আপত্তি করে।

এর আগে বহুবার এই ধরণের বিষয়ে কম্যান্ড হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, তাঁদের হাসপাতালে সেই রকম পরিকাঠামো নেই। ডাক্তারেরও অভাব রয়েছে। তাই জয়নগরকাণ্ডে হাইকোর্ট (Calcutta High Court) যদি নির্যাতিতার পরিবারের আবেদন মেনেও নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় হাসপাতালে আদৌ ময়নাতদন্ত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ কম্যান্ড হাসপাতাল কী বলবে তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই।

আরও পড়ুনঃ গৃহবধূকে ধর্ষণ করে খুন! পটাশপুরে অভিযুক্তকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা! তোলপাড় কাণ্ড

নির্যাতিতার পরিবারের আইনজীবী চন্দনকুমার সাহা এই প্রসঙ্গে বলেন, ‘রাজ্য সরকারের অধীনে ময়নাতদন্ত চাইছি না। নিরপেক্ষ কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক, সেটাই চাইছে পরিবার। দেহ সংরক্ষণের দাবিও জানানো হয়েছে। লোকাল থানা এবং ডিজির কাছে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। আমাদের চিঠি গ্রহণ করা হয়েছে’।

Calcutta High Court

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় যখন ফুঁসছে রাজ্য, সেই সময়ই জয়নগরে (Jaynagar Incident) এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে। এই নিয়ে শনিবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। গতকাল দিনভর বিক্ষোভ চলেছে। নির্যাতিতার দেহ সংরক্ষণ করার দাবিতে পদ্মহাট গ্রামীণ হাসপাতাল এবং কাঁটাপুকুর মর্গে বিক্ষোভ দেখিয়ে বাম, বিজেপি। এবার এই জল গড়াল হাইকোর্ট অবধি।

জানা যাচ্ছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। যাতে দ্রুত শুনানি হয়, তার আর্জি জানিয়েছে পরিবার। রবিবার দুপুর ২টোর সময় শুনানি হবে। হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর