তৃণমূলে যোগ দিয়েই বড় প্রাপ্তি! উঁচু পদ পেলেন জয়প্রকাশ মজুমদার

বাংলা হান্ট ডেস্কঃ আজই গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিল করে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উনি এদিন ঘাসফুল শিবিরে যোগ দেন। ওনার হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। মঙ্গলবার তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক হচ্ছে নজরুল মঞ্চে। আর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেখানে পৌঁছেছিলেন বঙ্গ বিজেপির এই বিক্ষুব্ধ নেতা।

সেখানেই ফুল বদল করে তিনি তৃণমূলে যোগ দেন আর তৃণমূলে যোগ দেওয়ার পর উঁচু পদও পান তিনি। বর্তমানে জয় প্রকাশ মজুমদার তৃণমূলের সহ-সভাপতি পদ পেয়েছেন।

উল্লেখ্য, একুশে পরাজয়ের পর থেকেই বঙ্গ বিজেপিতে ক্রমাগত ভাঙন দেখা দিয়েছে। একের পর এক নেতা, বিধায়ক এমনকি সাংসদও বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে যোগ দিয়েছেন। এরপর দলে থেকে দল বিরোধী মন্তব্য করার জন্য জয় প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিকে বহিষ্কার করে বিজেপি। এরপর থেকে জয়প্রকাশবাবু বিভিন্ন মাধ্যমে বিজেপিকে দুষে আসছেন। তখন থেকেই ওনাকে নিয়ে জল্পনা রটেছিল। আর আজ সেই জল্পনা সত্য হল।


Koushik Dutta

সম্পর্কিত খবর