গঙ্গাবিলাস ‘অশোভনীয়’, বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের

বাংলা হান্ট ডেস্ক : গত ১৩ জানুয়ারি উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর যাত্রা শুরুর পর দিন চারেকের মধ্যেই শুরু হয় বিতর্ক। একাধিক প্রশ্নে বিদ্ধ মোদির স্বপ্নের প্রমোদতরী গঙ্গাবিলাস। কখনও এই ক্রুজে দেদার মদ পরিবেশনের অভিযোগ উঠছে তো কখনও যাত্রাপথে বিভ্রাটের খবরে হৈচৈ শুরু হচ্ছে।এর পর এই প্রমোদতরীকে সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। গঙ্গাবিলাসকে তিনি ‘অশোভনীয়’ বলে উল্লেখ করলেন।

১৩ জানুয়ারি বারাণসী থেকে ৫১ দিনের জন্য যাত্রা শুরু করেছে প্রমোদতরী। ২৭টি নদী পেরিয়ে যার এটি যাবে সোজা ডিব্রুগড়। এর যাত্রাপথে যাত্রীরা দেখতে পারবেন অন্তত ৫০টি পর্যটনস্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতিরাতে যাত্রীদের খরচ ৫০ হাজার টাকা। আর এই বিরাট খরচ নিয়েই আপত্তি জানিয়েছেন জয়রাম রমেশের। তিনি বলেন, ‘এই প্রমোদতরী চোখে আঙুল দিয়ে গবির ও ধনীর পার্থক্য বুঝিয়ে দিচ্ছে। তাই এটি অত্যন্ত অশোভনীয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা গঙ্গাবিলাস আসলে অশোভনীয়’

vilas

অত্যন্ত ধনী ছাড়া প্রতিরাতে ৫০ হাজার টাকা খরচ করার সাধ্য আর কার আছে?’ এখানেই শেষ নয়, রমেশের দাবি, গঙ্গা এখনও পরিষ্কার নয়। আর পবিত্র নদীর নিচে থাকা প্রাণীদেরও ক্ষতি করবে এই ক্রুজটি। টুইটারে তিনি লেখেন, ‘এই নাটকের জেরে গঙ্গার নিচে থাকা প্রাণীগুলো বিপদে পড়বে।’

ক্রুজের উদ্বোধন করেই মোদি গর্বের সঙ্গে ঘোষণা করেন, ‘বিশ্বের দীর্ঘতম এই ক্রুজ ভারতের পর্যটনের সংজ্ঞা বদলে দেবে। মানুষকে দেশীয় সংস্কৃতির শিকড়ে পৌঁছে দেবে গঙ্গাবিলাস। কীভাবে নানা সুন্দর ও আকর্ষণীয় বৈচিত্র্যে পরিপূর্ণ এই দেশ, তার সন্ধান দেবে।’

Sudipto

সম্পর্কিত খবর