বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে ভারত-চিন (India-China) দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দুই তরফেই। বেজিংয়ে সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের (ডব্লিউএমসিসি) বৈঠকে আন্তঃসীমান্ত নদী এবং কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে দুই দেশ।
ভারত-চিন (India-China) দ্বিপাক্ষিক সম্পর্ক
এই আবহেই ভারত-চিন (India-China) দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অকপট স্বীকারোক্তি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। নয়া দিল্লির একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময়ে বিদেশমন্ত্রী বলেন, গত বছর অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। তবে এখনও সব সমস্যা মেটেনি। একইসাথে এস জয়শঙ্কর জানান, “ভবিষ্যতেও সমস্যা থাকবে, আবার সেই সমস্যার সমাধানও থাকবে। ২০২০ সালে যা হয়েছিল, সেটা কোনও পদ্ধতি হতে পারে না।”
আরও পড়ুন : এবার থরথর করে কাঁপবে শত্রুরা! বড় পদক্ষেপ গ্রহণ করল “আত্মনির্ভর” ভারত, জানলে হবে গর্ব
বিদেশমন্ত্রীর কথায়, “২০২৪ সালের অক্টোবরের তুলনায় আমাদের মনে হয় ভারত ও চিনের মধ্যে সম্পর্কে বেশ কিছুটা উন্নতি হয়েছে। ধাপে ধাপে আমরা সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২০২০ সালে যে ক্ষত তৈরি হয়েছিল, চেষ্টা করা হচ্ছে তা কিছুটা মেটানোর।” সম্প্রতি ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারত ও চিনের সহযোগিতা একান্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : এবার বাতিল হবে খোদ মুখ্যমন্ত্রীর পাসপোর্ট? যা দাবি তুললেন শুভেন্দু… তোলপাড় রাজ্য
মোদির এই বক্তব্যের পাল্টা প্রশংসাও শোনা যায় বেজিংয়ের গলায়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) লাদাখ সেক্টরে সামরিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছিল দুই দেশ। পাশাপাশি পুনরায় কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রা শুরু করার উদ্দেশ্যে চিনের (China) সমঝোতা ছিল লক্ষণীয়। এই আবহেই চলতি সপ্তাহে বেজিংয়ে মুখোমুখি হয়েছে ভারত ও চিনের প্রতিনিধি দল।

বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটানোর উদ্দেশ্যে বিশেষ প্রতিনিধি দল যে যে সিদ্ধান্ত নিয়েছিল তার বাস্তবায়ন কতটা হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। ভারত এই বৈঠকটিকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ হিসাবেও ব্যাখ্যা করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘আন্তঃসীমান্ত নদী এবং কৈলাস-মানস সরোবর যাত্রা সহ আন্তঃসীমান্ত সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে মতবিনিময় করেছে দুই দেশই।’