গতকাল অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল এবং পাকিস্তান অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই ম্যাচে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার যশস্রী জয়সওয়াল। সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জেতানোর পরে তিনি বললেন এই সেঞ্চুরি তাকে তৃপ্তি দিয়েছে, এই সেঞ্চুরি তিনি কোনদিনও ভুলতে পারবেন না।
মঙ্গলবার ভারতের ম্যাচ জেতায় বড় ভূমিকা পালন করেছেন যশস্রী জয়সওয়াল। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ম্যাচ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশস্রী জানান এই সেঞ্চুরি আমি কোনদিনও ভুলতে পারবো না। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা পাওয়া। সবেমাত্র আমার ক্রিকেট জীবন শুরু হয়েছে, ভবিষ্যতে আমি দেশের হয়ে আরও এরকম সুন্দর ইনিংস খেলতে চাই’ এবং দেশের হয়ে কিছু করতে চাই।
এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন যশস্রী জয়সওয়াল। ইতিমধ্যেই তার এই বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি হয়ে গিয়েছে। আর বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এই রকম দুর্দান্ত পারফরম্যান্স করার পর তিনি জানিয়েছেন এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এছাড়াও যশস্রী জানিয়েছেন তার এই ভালো পারফরম্যান্সের পেছনে বড় অবদান রয়েছে কোচিং স্টাফ থেকে শুরু করে ফিজিও সকলেরই।