বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ২৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। করোনার জন্য বন্ধ ছবি ও ধারাবাহিকের শুটিংও। হলিউডের পথেই হেঁটেছে টলিউড। যারা বাইরে ছিলেন শুটিংয়ের কাজে তারাও এবার একে একে দেশে ফিরছেন। সম্প্রতি ইংল্যান্ড থেকে ভারতে ফিরলেন জিৎ ও মিমি চক্রবর্তী। ‘বাজি’ ছবির শুটিংয়ের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন তাঁরা। কিন্তু আগামী ১৮ মার্চের পর বিদেশ থেকে আর কোনও ব্যক্তিও ভারতে ফিরতে পারবেন না। তাই তড়িঘড়ি এই ব্যবস্থা।
এদিন এয়ারপোর্টে দেখা মিলল জিৎ ও মিমির। স্বাভাবিক ভাবেই তাঁদের ঘিরে ধরে সংবাদমাধ্যমের ক্যামেরা। জিৎ জানালেন, ওদেশে যথেষ্ট নিরাপত্তা নিয়েও শুটিং চলছিল। কিন্তু সরকারি নির্দেশ মেনেই তাঁরা দেশে ফিরে এলেন। সেই সঙ্গে সবাইকে সতর্ক ও সুস্থ থাকারও বার্তা দিলেন তিনি। মিমিও জানালেন ওখানে সম্পূর্ণ নিরাপত্তা মেনে কাজ করলেও সরকারি নির্দেশ মেনে গৃহবন্দি থাকবেন তাঁরা।
ছিলেন অভিনেতা বিশ্বনাথও। তিনি জানালেন যে চিনে অত্যন্ত খারাপ অবস্থা হলেও লন্ডনে পরিস্থিতি এখনও অনেকটাই আয়ত্বে রয়েছে। কিন্তু তাও তাঁরা আইসোলেশনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এইদিন জিৎকে মাস্ক পরা অবস্থায় দেখলেও মিমি বা বিশ্বনাথ কাউকেই কিন্তু মাস্ক পরতে দেখা যায়নি। সেই জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনাও হয় তাঁদের নিয়ে।