মায়ের পেটের বোন নয় তো কী? শুভশ্রীর কাছে ফোঁটা নিতে সুদূর মুম্বই থেকে ছুটে এলেন জিৎ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভাইফোঁটা (Bhaiphonta) কি শুধুমাত্র রক্তের সম্পর্কের ভাই বোনদের মধ‍্যেই হয়? মন থেকে দাদা, ভাই বা দিদি, বোন ডাকলেই তো আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। দেওয়া যায় ভাইফোঁটা। আজকের দিনটা সেই সমস্ত ভাইবোনদের জন‍্যই, মিষ্টিমধুর, খুনসুটি ভরা সম্পর্কগুলো উদযাপন করার জন‍্য। এই বিশেষ দিনেই প্রতি বারের মতো এ বছরও বোন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) কাছে ফোঁটা নিতে এলেন দাদা জিৎ গঙ্গোপাধ‍্যায় (Jeet Ganguli)।

না, তাঁরা আপন বা তুতো ভাই বোনও নন। একসঙ্গে কাজের সূত্রেই আলাপ জিৎ শুভশ্রীর। অভিনেত্রীর একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। সেই সূত্রেই দুজনের আলাপ পরিচয় যা আত্মীয়তায় গড়াতে বেশি সময় লাগেনি। তারপর থেকে প্রত‍্যেক বছরেই ইন্ডাস্ট্রির পাতানো বোনের কাছে ভাইফোঁটা নিতে আসেন জিৎ।


ভাইফোঁটা উপলক্ষে এ বছরও শুভশ্রীর বাড়িতে দেখা গেল জিৎকে। দুজনেই রঙ মিলিয়ে সেজেছিলেন উজ্জ্বল গোলাপি রঙের পোশাকে। দাদার কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন শুভশ্রী। জিৎও জড়িয়ে ধরলেন তাঁকে। সোশ‍্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

স‌ংবাদ মাধ‍্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জিৎদা’র সঙ্গে তাঁর বহু বছরের সম্পর্ক। কাজের সূত্রে সম্পর্ক তৈরি হলেও এখন একটা আত্মিক টিন তৈরি হয়ে গিয়েছে। পারিবারিক ক্ষেত্রে চলে এসেছে সম্পর্কটা। তাই ভাইফোঁটার দিনটার জন‍্য তাঁরা সকলেই অপেক্ষা করে থাকেন।

https://www.instagram.com/p/CkNmjYgJZ79/?igshid=YmMyMTA2M2Y=

অন‍্যদিকে জিৎ জানান, এক মায়ের পেটের বোন না হলেও তাঁর বাবা শুভশ্রীকে নিজের মেয়ে বলেই মনে করতেন, যেহেতু দুজনেরই পদবী গঙ্গোপাধ‍্যায়। তিনি এখন মুম্বইয়ে থাকেন। শুধুমাত্র শুভশ্রীর ডাকে একদিনের জন‍্য কলকাতা এসেছেন তিনি। পরদিন সকালেই ফিরবেন মুম্বই।

কিন্তু ভাইফোঁটায় এসে বোনের আয়োজন দেখে চোখ কপালে জিতের। লুচি, আলুর তরকারি, মিষ্টি দিয়ে আপ‍্যায়ণ করে দুপুরে সাদা ভাত, হরেখ রকম তরকারি, পাঁঠার মাংসে দাদাকে ভূরিভোজ করিয়েছেন শুভশ্রী। অবশ‍্য জিৎ একা নয়, আরো দুজনকে ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী। মায়ের সঙ্গে সেজেগুজে বসেছিল ইউভানও।

X