ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়! নাম না করেই কার উদ্দেশ্যে বোমা ফাটালেন জিৎ?

   

বাংলা হান্ট ডেস্ক: টলিউডের (Tollywood) প্রথম সারির একজন অভিনেতা হলেন জিৎ (Jeet)। অভিনয়ের পাশাপাশি ইদানিং তিনি হাত পাকিয়েছেন প্রযোজনাতেও। মিষ্টভাষী জিৎ বরাবরই বিতর্ক থেকে থাকেন শতহস্ত দূরে। তবে সম্প্রতি ইন্ডাস্ট্রি আর বন্ধুত্ব নিয়ে তিনি করে বসলেন এক বিতর্কিত মন্তব্য।

জিতের কথায় ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কাউকে বন্ধু ভাবে না। প্রসঙ্গত খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে জিতের প্রথম সায়েন্স ফিকশন সিনেমা। প্রথমবারের জন্য জিতের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী রূক্মিণী মিত্র (Rukmini Maitra)।এই প্রথম বড় পর্দায় একসাথে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা।

জানা যাচ্ছে এই সিনেমাটি শুধুমাত্র সায়ন্স ফিকশন সিনেমা নয় সেই সাথে এটি একটি কমেডি ঘরানার সিনেমাও বটে। এই ছবিতেই প্রথমবার জিতের সাথে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী। সম্প্রতি এই সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আনন্দবাজার অনলাইনে দেওয়া একটি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি এবং বন্ধুত্ব নিয়ে মুখ করে মুখ খুলে ছিলেন জিৎ।

সেখানে এদিন বলেছেন, ‘ইন্ডাস্ট্রিতে কেউই কাউকে বন্ধু বলে মনে করেন না। যদিও বা মনে করে মন থেকে সেটা তাঁরা কতটা মানে এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমার আর রুক্মিণীর বন্ধুত্বটা সত্যিই। আশা করব আগামীতেও আমাদের এই বন্ধুত্ব একই রকম থাকবে। ভাঙবে না।’

আরও পড়ুন: মমতার সভার দিকে আধলা ইট ছুঁড়েছিল! ভোট আবহে বিস্ফোরক টলিউড অভিনেত্রী অপরাজিতা

অন্যদিকে জিতের প্রশংসায় রুক্মিণী এদিন শুটিংয়ের কিছু মজার ঘটনা শেয়ার করে নিয়ে বলেছেন, শ্যুটিং চলাকালীন জিৎ  নাকি তাঁকে সারাক্ষণ খাওয়া দাওয়া করতে বলেছেন। এমনকি শট দেওয়ার আগে গল্প করতেও বলেছেন। তাই রুক্মিণীর মতে ‘বন্ধু’ জিতের মতো ‘সুপারস্টার পাওয়া মুশকিল’। প্রসঙ্গত ইতিপূর্বে রুক্মিণী জিতের প্রযোজনাতেই অভিনয় করেছেন সুইজারল্যান্ড সিনেমায়।  যদিও এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়ের।

ইতিমধ্যেই মধ্যে প্রকাশ্যে এসেছে জিৎ-রুক্মিণী অভিনীত এই আসন্ন এই সিনেমার ট্রেলার।আগামীদিনে এই সিনেমায় উঠে আসবে একটি রোবটের গল্প। সেই সাথে থাকবে একটি সুপারবাইক-এর কাহিনীও। এই  সিনেমাটিতে রুক্মিণী দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। যার মধ্যে একজন কে হয়েছেন জিতের স্ত্রী আর আরেকজন রোবট।  সিনেমায় এই দুই চরিত্রের নাম হয়েছে নিশা আর ইশা। জানা যাচ্ছে সৌভিক কুণ্ডু পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৭ জুন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর