বাংলা হান্ট ডেস্ক : চীনের বিরুদ্ধে এক হয়ে গর্জে উঠেছে গোটা দেশ। এই যুদ্ধে ভারতীয় সেনার পাশে থাকার বার্তা দিয়েছেন আট থেকে আশি সকলেই। সীমান্তে লড়াই এর মাঝেই চীনের 59 টি অ্যাপ জনপ্রিয় অ্যাপ ব্যান করে মোদি সরকার।
এই 59 টি অ্যাপের মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল টিকটক। যা প্রচুর অভিনেতা-অভিনেত্রীরাও ব্যবহার করতেন।টিকটক ব্যান হওয়ার পর সম্প্রতি বসিরহাটের সাংসদ নুসরাত কে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায়।
তারপর নুসরাতের সুরে সুর মেলায় সোহম। তিনি বলেন,’ চিনা অ্যাপ ব্যান করলেই কি সেনাদের জীবন ফেরত পাওয়া যাবে?” যদিও নুসরাত জাহান ও সোহমের এই বক্তব্যের পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। দেশের মানুষের বক্তব্য,’ যতই অভিনেতা-অভিনেত্রী হোক না কেন তারা দেশের জনপ্রতিনিধি। সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করে ফেলছেন তারা।’
অন্যদিকে,দেখা গেল আর এক কোন চিত্র। একদিকে যখন টিকটক ব্যান হওয়া নিয়ে মনখারাপ অভিনেতা-অভিনেত্রীদের সেই সময় অন্য দিকে চীনের বিরুদ্ধে গর্জে উঠলেন টলিউড অভিনেতা জিৎ। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে চীনা সংস্থা আর ঠিক সেই কারণেই দেশের সম্মানে সেরা অভিনেতার পুরস্কার প্রত্যাখ্যান করলেন জিৎ। জিৎ জানান, ‘সীমান্তে গিয়ে না লড়তে পারলেও নিজের দেশের জন্য এটুকু তো করাই যায়। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থার দেওয়া পুরস্কার গ্রহণ করতে কিছুতেই আমার মন সায় দিচ্ছে না। সেই কারণেই এই পুরস্কার প্রত্যাখ্যান জিতের। এই বক্তব্যের পর তার প্রশংসায় পঞ্চমুখ দুনিয়া।