দেবের মতো শুধু টলিউড আঁকড়ে বসে থাকবেন না, ভাল অফার পেলে বলিউড-সাউথ সবেতেই রাজি জিৎ

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে এখন অনেক পরিচালক, অভিনেতা অভিনেত্রীরাই মূলধারার বাণিজ‍্যিক ছবি থেকে সরে ভিন্ন ধরণের কিছু করার চেষ্টা করেছেন। দর্শকদের সামনে নিজের ভাবমূর্তি ভাঙতে দেখা গিয়েছে অনেককেই। এদিক থেকে ব‍্যতিক্রমী জিৎ (Jeet)। টলিউডে কেরিয়ার শুরুর থেকে এখনো পর্যন্ত একই ট্র‍্যাকে রয়েছেন তিনি। অন‍্যরা অনেকেই ছবির ধরণ বদলালেও জিৎ রয়ে গিয়েছেন মেনস্ট্রিমেই।

অবশ‍্য তিনি যথেষ্ট সফলও। কম দিন হল না টলিউডে রয়েছেন তিনি। সিনিয়র অভিনেতাই বলা যায় তাঁকে। শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েল, সায়ন্তিকা, নুসরত, মিমির পর নবাগতা অভিনেত্রীদের সঙ্গেও রোম‍্যান্স করছেন জিৎ। বেশ হিটও হচ্ছে সেসব ছবি।  মেয়ে নভান‍্যা দশে পা দিলেও বয়সের ছাপ পড়েনি জিৎ মদনানির মুখে এবং অভিনয়ে।

Jeet chengiz
তবে এখন টলিউড কাঁপালেও জিতের কিন্তু প্রথম স্বপ্ন কিন্তু ছিল বলিউড। হিন্দি ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার শুরু করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু ভাল কোনো সুযোগ না পাওয়ায় বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অবাঙালি জিৎকে প্রথম ছবিতেই আপন করে নিয়েছিল টলিউডের দর্শকরা। সেই শুরু, তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

কিন্তু যুগ বদলানোর সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি বদল করার প্রবণতাটাও বাড়ছে অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে। আরো ভাল সুযোগের খোঁজে, বৃহত্তর মঞ্চের খোঁজে বলিউড বা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি দিচ্ছেন টলিউডের তারকারা। সেই তালিকায় শাশ্বত চট্টোপাধ‍্যায়, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ‍্যায়, টোটা রায়চৌধুরীর মতো পোড় খাওয়া তারকারা যেমন রয়েছেন তেমনি রুক্মিনী মৈত্র, মধুমিতা সরকারের মতো নতুন মুখরাও রয়েছেন।

জিতের কাছে যদি কখনো সুযোগ আসে হিন্দি বা দক্ষিণী ছবি কিংবা ওয়েব সিরিজে কাজ করার, পুরনো ইচ্ছাটা কি আবার ঝালিয়ে নেবেন তিনি? সংবাদ মাধ‍্যমের প্রশ্নে অভিনেতা বলে ওঠেন, নিশ্চয়ই। শুধু বলিউড না, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেলেও গ্রহণ করবেন তিনি।

শুধু বড়পর্দা নয়, ওয়েব সিরিজের প্রস্তাব পেলেও গ্রহণ করবেন বলে জানান জিৎ। তবে এখনো তেমন ভাল কোনো প্রস্তাব তিনি পাননি। টলিউডের আরেক মহারথী দেব অবশ‍্য টলিউডেই থাকতে চান। তাঁর প্রশ্ন, সবাই টলিউড ছেড়ে চলে গেলে বাংলা ছবি কে করবে? দেবের সঙ্গে সহমত নন জিৎ। তিনি রয়েছেন ভাল প্রস্তাবের অপেক্ষায়। তেমন সুযোগ পেলে টলিউড তারকাকে বলিউড বা দক্ষিণেও দেখা যেতে পারে তাতে সন্দেহ রইল না।

Niranjana Nag

সম্পর্কিত খবর