স্ত্রীকে নিয়ে টোটোয় চড়ে ঘুরতে বেরোলেন জিৎ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে জিতের (jeet) নাম। মূলত মেইনস্ট্রিম নায়ক হলেও সম্প্রতি একটু ভিন্নধর্মী ছবিও করতে শুরু করেছেন তিনি। নিজেকে ভাঙা গড়ার কাজ চলছে। কম দিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয় ছবি নিজের ঝুলিতে ভরে ফেলেছেন জিৎ।

তবে কেরিয়ারের দিকে যথেষ্ট সিরিয়াস হলেও ব্যক্তিগত জীবনেও একই রকম মনোযোগী জিৎ। সম্প্রতি দশম বিবাহবার্ষিকী উপলক্ষে পাঞ্জাব ঘুরতে গিয়েছিলেন জিৎ। সেখান থেকে কয়েকটি ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। এবার ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে জিৎ ও তাঁর স্ত্রী মোহনার।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোহনাকে সঙ্গে নিয়ে টোটো করে ঘুরতে বেরিয়েছেন জিৎ। পরনে সাদা কুর্তা, চোখে সানগ্লাস পরে দেখা গেল অভিনেতাকে। অপরদিকে মোহনা পরেছিলেন গোলাপি সালোয়ার কামিজ। নিজের ইনস্টা স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছেন জিৎ।


সম্প্রতি করোনার টিকা নিতে দেখা গিয়েছে জিৎকে। গত নভেম্বরেই ৪২ এ পা দিয়েছেন অভিনেতা। এক বেসরকারি হাসপাতালে গিয়ে করোনা টিকা নেন জিৎ। সেই ছবি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তবে তাঁর কোমর্বিডিটি আছে কিনা তা জানা যায়নি।

এই মুহূর্তে দেশ জুড়ে দ্বিতীয় দফার টিকাকরণ চলছে। স্বাস্থ‍্যকর্মীদের পর সাধারণ মানুষের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সম্প্রতি ঘোষনা করা হয়েছে ৪৫ বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে। এছাড়া ষাটোর্দ্ধ প্রবীণ নাগরিকদেরও টিকা দেওয়া হচ্ছে।

https://www.instagram.com/p/CL_neX1BYZ6/?igshid=envml81xrodp

প্রসঙ্গত, কিছুদিন আগে পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেতা। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের সামনে স্ত্রী মোহনা ও মেয়ে নভান‍্যার সঙ্গে ক‍্যামেরাবন্দি হন তিনি। ক‍্যাপশনে হ‍্যাশট‍্যাগ দিয়ে তিনি লিখেছেন, ওয়াহেগুরু। প্রতি বছরই পরিবারের সঙ্গে স্বর্ণ মন্দিরে যান জিৎ।

X